বটি দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যা, শ্বশুর-শাশুড়িসহ আটক ৫ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:২০ পূর্বাহ্ণ, নভেম্বর ১৯, ২০২০ নিউজ ডেস্ক :ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যৌতুকের টাকা না পেয়ে কোহিনূর খানম মিতুকে (৩০) ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত স্বামী মো. জুয়েল মিয়া (৩২)। বৃহস্পতিবার ভোরে উপজেলার চরচারতলা এলাকার আনু সর্দারের বাড়ির পাশের আলগা বাড়ির মো. আবু চান মিয়ার ঘর থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কোহিনূর একই এলাকার আবুল হোসেন মিয়ার মেয়ে। ঘটনার পর থেকে নিহতের ঘাতক স্বামী জুয়েল পলাতক রয়েছে। এ ঘটনায় জুয়েলের পরিবারের ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। আটককৃতরা হল- জুয়েলের বাবা আবু চান মিয়া (৬৮), মা রহিমা বেগম (৫৫), বড় ভাইয়ের স্ত্রী তানিয়া বেগম (২৯), ছোটভাই কামরুল ইসলাম (২৮) ও কামরুলের স্ত্রী আর্জিনা বেগম (২৪)। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে প্রেমের সম্পর্কে বিয়ে করেন কোহিনূর এবং জুয়েল। দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। বিয়ের পর উভয়ের পরিবার তাদের বিয়ে মেনে নেয়। তবে জুয়েল ইয়াবা সেবন করতো। দু’মাস আগে কোহিনূরের কাছে ২ লাখ টাকা যৌতুক চায় জুয়েল। তবে কোহিনূর টাকা দিতে অপারগতা জানায়। বুধবার সন্ধ্যায় কোহিনূর পাশেই বাবার বাড়িয়ে গিয়ে নিজ পরিবারের সাথে দেখা করে আসেন। এরই মধ্যে বুধবার গভীর রাতে জুয়েল বটি দা দিয়ে কোহিনূরকে এলোপাতারি কুপিয়ে হত্যা করে কম্বল দিয়ে লাশ ঢেকে রেখে পালিয়ে যায়। পরে রাতেই পরিবারের লোকজন দেখতে পেয়ে পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে বটি দা ও জুয়েলের পরিবারের ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন। কোহিনূরের বাবা মো. আবুল হোসেন জানান, বুধবার রাতেও তার সাথে কোহিনূরের দেখা হয়। তবে সে সময়ে সে তাকে কোনো সমস্যার কথা জানায়নি। তিনি তার মেয়ের হত্যাকারীর বিচার চান। আশুগঞ্জ থানার এসআই শ্রীবাস চন্দ্র বিশ্বাস জানান, হত্যাকাণ্ডের ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছে নিহতের রক্তাক্ত মরদেহ উদ্ধার করি। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহের পাশ থেকে একটি রক্তমাখা বটি দা উদ্ধার করা হয়।জিজ্ঞাসাবাদের জন্য পরিবারের ৫ জনকে আটক করা হয়েছে। ঘাতক জুয়েলকে আটক করার জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। Share this:FacebookX Related posts: দোকান থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা টাঙ্গাইলের বাসাইলে ইউপি সদস্যসহ ৫ জনকে কুপিয়ে আহত শ্বশুরবাড়িতে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী গ্রেফতার পরকীয়ায় বাধা দেয়ায় শিক্ষিকা স্ত্রীকে রড দিয়ে পেটালেন স্বামী মন্দিরে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা করে দুই কিশোর গাজীপুরে আধিপত্য বিস্তারে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৬ বরিশালে গাঁজাসহ দুইজন আটক গাজীপুরে ইজ্জত লুটের আসামি আটক নববধূ চম্পা হত্যা মামলার অন্যতম নারী আসামি আটক তাহিরপুর সীমান্তে ভারতীয় গাঁজা সহ নাসির বিড়ির চালান আটক ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে আটক SHARES Matched Content সারা বাংলা বিষয়: ৫আটককুপিয়েদিয়েবটিশাশুড়িসহশ্বশুর-স্ত্রীকেহত্যা