হাত-পায়ের রগ কেটে আ.লীগ নেতাকে হত্যা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২০ নিউজ ডেস্ক :বগুড়ার শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোস্তাফিজার রহমান মোস্তাকে (৫২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে তাকে কুপিয়ে হত্যা করা হয়। হাত-পায়ের রগ কেটে, মাথা ও হাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে ফেলে যায় দুর্বৃত্তরা। নিহত মোস্তাফিজার রহমান আলাদীপুর পশ্চিম জাহাঙ্গীরাবাদ (নয়াপাড়া) গ্রামের মৃত আকবর আলীর ছেলে। তিনি ইটভাটা মালিক ও মৎসচাষি। তিনি একই ওয়ার্ডের আওয়ামী লীগের সদস্য। স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতের কোনো একসময় তাকে হত্যা করে পুকুরপাড়ে ফেলে যায় দুর্বৃত্তরা। সকালে স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। এলাকাবাসী জানান, মোস্তাফিজার রহমান একসময় অপরাধ জগতের সঙ্গে জড়িত ছিলেন। সেসময় তার নামে ছিনতাই, ডাকাতি ও চোরাকারবারি ছাড়াও বিভিন্ন অভিযোগে একাধিক মামলা ছিল। পরবর্তীতে তিনি অপরাধ জগত ছেড়ে বালুর ব্যবসা শুরু করেন। গত ১০ বছর এলাকায় বালু ব্যবসা করে ইটভাটার মালিক হন তিনি। এর আগে তিনি ওই ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। শিবগঞ্জ থানা পুলিশের ওসি এসএম বদিউজ্জামন বলেন, হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখা হচ্ছে। Share this:FacebookX Related posts: যুবলীগ নেতাকে গুলি করে হত্যা শ্বশুরবাড়িতে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী গ্রেফতার নামাজে যাওয়ার পথে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা ঢাকায় দিনে-দুপুরে যুবককে ছুরিকাঘাতে হত্যা সিজারের সময় নবজাতকের পেট কেটে ফেললেন চিকিৎসক আ.লীগ দেশ পরিচালনায় ব্যর্থ : ফখরুল গাড়ি থেকে নামিয়ে আ.লীগ কর্মীকে কুপিয়ে হত্যা শাশুড়ির শত কোটি টাকা আত্মসাৎ, স্ত্রীসহ আ.লীগ নেতা কারাগারে মন্দিরে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা করে দুই কিশোর পরকীয়ার অভিযোগে স্ত্রীর পায়ের রগ কাটায় কারাগারে স্বামী গাজীপুরে আধিপত্য বিস্তারে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৬ SHARES Matched Content সারা বাংলা বিষয়: -পায়েরআ.লীগকেটেনেতাকেরগহত্যাহাত