নোয়াখালীতে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, গ্রেফতার ৩ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২০ নিউজ ডেস্ক :নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নে ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে উপজেলার পূর্ব ছাতারপাইয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের পূর্ব ছাতারপাইয়া এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে শুভ (১৯), ছাতারপাইয়া বদরবাড়ির হাসান (১৯) ও আব্দুল হকের ছেলে রকি (২০)। বুধবার (২১ অক্টোবর) দুপুরে ওই গৃহবধূর দায়ের করা মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। সেনবাগ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা জানান, গত ৯ অক্টোবর রাতে চাচাতো দেবর পারভেজ ঘরে ঢুকে ওই গৃহবধূকে ধর্ষণ করেন। পরে তার সহযোগীরা ওই গৃহবধূকে পারভেজের পাশে বসিয়ে মুঠোফোনে ভিডিও ধারণ করেন এবং তা ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে তার স্বামীর কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এ ঘটনায় ওই গৃহবধূ নিজে বাদী হয়ে থানায় মামলা করেন। পরে পুলিশ আসামিদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শেষে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। Share this:FacebookX Related posts: বোরকা পরে ঘরে ঢুকে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ ঘরে ঢুকে সহপাঠীকে ধর্ষণচেষ্টা, স্কুলছাত্র গ্রেফতার কিশোরগঞ্জে গৃহবধূকে ধর্ষণ, গ্রেফতার ২ রাজশাহীতে তরুণীকে দলবেঁধে ধর্ষণ, গ্রেফতার ৩ চট্টগ্রামে গৃহবধূকে অপহরণ করে গণধর্ষণ, ৫ যুবক গ্রেফতার স্কুলছাত্রীকে ধর্ষণ, পুলিশ সদস্য গ্রেফতার সিঁদ কেটে ঘর থেকে তুলে নিয়ে শিশুকে ধর্ষণ, সেই আসামি গ্রেফতার বাসের ভেতর নারীকে ধর্ষণ : গ্রেফতার ৭ নেত্রকোনায় গৃহবধূকে গণধর্ষণের চেষ্টা, গ্রেফতার ২ স্বামী-সন্তানকে খুঁজতে গিয়ে গণধর্ষণের শিকার, গ্রেফতার ৩ স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণ নোয়াখালীতে শিশুকে বলাৎকার, ব্যবসায়ী গ্রেফতার SHARES Matched Content সারা বাংলা বিষয়: ৩গৃহবধূকেগ্রেফতারঘরেঢুকেধর্ষণনোয়াখালীতে