গাংনীতে গাছ চাপা পড়ে গৃহবধু নিহত, আহত ২

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২১

সময় নিউজ ডেস্ক :মেহেরপুরের গাংনীর সাহারবাটি গ্রামে গাছ চাপা পড়ে গৃহবধু নসিয়া খাতুন নিহত হয়েছেন। নসিয়া খাতুন ওই গ্রামের আব্দুল খালেকের স্ত্রী। একই সময়ে আহত হয়েছেন অপর গৃহবধু সাহেরা ও কৃষক তাজুল ইসলাম। আহতদেরকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আজ শুক্রবার বেলা ১১ টার দিকে এ ঘটনাটি ঘটে।

সাহারবাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জানান, আব্দুল খালেকের বাড়ির পাশে গাছ কাটছিলেন কয়েকজন কাঠুরিয়া। গাছ মাটিতে পড়ার আগেই গাছের পাতা নিতে সেখানে গেলে গাছ চাপা পড়েন তারা। এসময় গাছের নিচে চাপা পড়ে সাথে সাথে নিহত হন গৃহবধু নসিয়া। আহত হন অপর গৃহবধু সাহেরা ও কৃষক তাজুল ইসলাম।

গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।