যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ণ, এপ্রিল ২, ২০২০

অনলাইন ডেস্ক : রাঙ্গামাটির কাপ্তাইয়ে যুবলীগের এক নেতাকে ঘর থেকে ডেকে এনে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বুধবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার চিৎমরম ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের হেডম্যান পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত উসুইপ্রু মারমা ওরফে আচেসে (৩০) ওই এলাকার জিংহ্লা মারমার ছেলে। সে ৩ নং ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে একদল মুখোশ পরিহিত অস্ত্রধারী সন্ত্রাসী আচেসের বাড়িতে প্রবেশ করে ঘর থেকে ডেকে এনে গুলি চালিয়ে মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করে। ঘটনাটি চারদিকে জানাজানি হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

জানা যায়, আচেসে এলাকার একজন নিরীহ, অসহায় লোক। এবার প্রধানমন্ত্রীর পক্ষে থেকে একটি ঘর তার নামে বরাদ্দ করা হয়েছে। ঘর বরাদ্দ হলেও সেই ঘরে তার প্রবেশ করার সৌভাগ্য হল না।

কে বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সে বিষয়ে কিছু বলতে পারেননি চিৎমরম ইউপি চেয়ারম্যান চিৎথোয়াই মারমা।

কাপ্তাই চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ আশ্রাফ উদ্দিন বলেন, রাতে লাশ উদ্ধার করা হয়েছে। তবে তদন্তের পূর্বে কিছু বলা যাবেনা।