এক সপ্তাহ মাঠের বাইরে দিল্লির মারকুটে উইকেটরক্ষক ব্যাটসম্যান

প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২০

স্পোর্টস ডেস্ক :এবারের আইপিএলটা দারুণই কাটছিল রিশাভ পান্তের। ব্যাট হাতে দুরন্ত ছন্দে উইকেটরক্ষক এই ব্যাটসম্যান। এমন সময়ে দিল্লি ক্যাপিটালস শিবিরে দুঃসংবাদ। এক সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েছেন পান্ত।

চলতি আইপিএলে ফর্মে থাকা দিল্লি রোববার মুম্বাইয়ের কাছে ৫ উইকেটে হেরেছে। এই ম্যাচে চোটের জন্য মাঠে নামতে পারেননি পান্ত। তার পরিবর্তে খেলেন অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যালেক্স কারে।

মুম্বাইয়ের বিপক্ষে পান্তের অভাবটা ভালোই বোধ করেছে দিল্লি। তাদের সেই দুর্দশা আরও বাড়ছে। আরও এক সপ্তাহ দলটির গেম প্লেন সাজাতে হবে পান্তকে বাইরে রেখেই।

দিল্লি অধিনায়ক শ্রেয়াস আইয়ার বলেন, ‘পান্তের হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে। তাকে কবে পাব আমাদের ধারণা ছিল না। তবে চিকিৎসক বলেছেন, এক সপ্তাহ বিশ্রামে থাকতে হবে তাকে। আশা করছি, খুব শক্তভাবেই ফিরবে সে।

চোট সমস্যা লেগেই রয়েছে দিল্লি শিবিরে। আইপিএলের শুরুতেই কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে চোট পান রবিচন্দ্রন অশ্বিন। চোট সারিয়ে তিনি আবার মাঠে ফিরেছেন। এরপর কেকেআরের বিরুদ্ধে চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে গিয়েছেন অমিত মিশ্র।