মাঠের ক্রিকেটটা ভালোভাবেই শুরু করতে চান সাদমান

প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২০

স্পোর্টস ডেস্ক :অস্ট্রেলিয়া থেকে সার্জারি করে দেশে ফিরেছেন মাস দুয়েক আগে। দেশে ফিরেই পড়ে যান লকডাউনের খপ্পরে। পুনর্বাসন করতে হয়েছে বাড়িতে বসেই। আর পুনর্বাসন শেষে মাঠে নামার সুযোগ ছিল না। তবে অবশেষে অনুশীলনে ফিরেছেন সাদমান ইসলাম।

কেমন আছেন জাতীয় দলের সর্বকনিষ্ঠ ওপেনার,তার শারীরিক অবস্থা এখন কেমন,তিনি কি মাঠে ফেরার মত অবস্থায় আছেন,নাকি ব্যথা ভোগাচ্ছে,ভক্ত ও সমর্থকদের কৌতুহলী প্রশ্ন।

অবশেষে আজ (বুধবার) নিজেই সে সব কৌতুহলের অবসান ঘটালেন সাদমান। জানিয়ে দিলেন,নাহ,এখন আর ব্যথা অনুভব করছেন না।

নিজের গত কয়েক মাসের অবস্থা জানাতে গিয়ে সাদমান বলে ওঠেন,সার্জারির জন্য যখন অস্ট্রেলিয়া যাওয়া হয়েছিল,দেশে ফেরার তিন চারদিন পরই তো লকডাউন শুরু হয়। তখন আমার তেমন ট্রিটমেন্ট করা হয়নি। তখন এলাহী স্যারের সঙ্গে কথা হয়েছিল। বাসায় কিছু কাজ দেয়া হয়েছিল। আর আস্তে আস্তে আমার হাতের অবস্থা ভালো হওয়া শুরু হলে আমি ব্যাটিং অনুশীলনে নামলাম।

সঙ্গে যোগ করেন,রিহ্যাবে যেই কাজগুলো দিয়েছিল,সেগুলো শুরু করেছিলাম। আড়াই মাসের মতো কাজ করার পর আমার একটা জায়গা আছে একাডেমি,সেখানে মাঝে মাঝে ব্যাটিং ড্রিল করতাম,রানিং করতাম। জিমটা করতাম। আর এখন তো ক্যাম্প চলছে।

সাম্প্রতিক সময় শেরে বাংলায় ড্রিল করার পাশাপাশি ব্যাটিংটা ঝালিয়ে নিচ্ছেন। শুরুতে বোলিং মেশিনে দ্রুত গতির বোলিংয়ের বিপক্ষে একটু ভয় কাজ করছিল। তবে এখন সব ঠিক হয়ে গেছে। ব্যাটিং করতে ব্যথাও অনুভব করছেন না।

এ নিয়ে সাদমান বলেন,লকডাউনের পরে বা ঈদের পরে আমি কোথাও অনুশীলন শুরু করিনি। ব্যাটিং করা হয়নি বা মেশিনে লম্বা সময় ব্যাটিং অনুশীলন করতে পারেনি। একাডেমীতে আমি ড্রিল করেছি। এখানে এসে যখন ব্যাটিং করলাম মেশিনে,তখন শুরুতে একটু ভয় হচ্ছিলো। এর আগে তো ব্যাটিং করা হয়নি,ভেবেছিলাম ব্যথা লাগতে পারে। কিন্তু প্রথম দিন ব্যাটিং করার পর আল্লাহর রহমতে ব্যথা অনুভব করিনি। এখন তো আমাদের বোলাররা বোলিং করছে। খুব ভালো লাগছে। ব্যথা নেই এখন।

সাদমানের আশা ঘরোয়া বা আন্তর্জাতিক ক্রিকেট যেখানেই সুযোগ মিলবে,সেখনেই নিজেকে মেলে ধরতে সর্বোচ্চ চেষ্টা করবেন। জাতীয় দলের এই উদীয়মান ওপেনার বলেন,সামনে আমাদের একটা সিরিজ আছে বা দেশের কোনো ঘরোয়া খেলা শুরু হবে। আমি আগে যেভাবে অনুশীলন করতে পারতাম এখনও সেভাবে অনুশীলন করতে পারছি। ব্যাটিংয়ে আগে যেভাবে খেলতে পারতাম,এখনও সেভাবে খেলতে পারছি। আশা করছি সামনে খেলা হলে বেশ ভালোভাবেই শুরু করতে পারবো।