যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে হারিকেন ডেল্টা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২০ আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে হারিকেন ডেল্টা। স্থানীয় সময় শুক্রবার রাতে লুইজিয়ানার ক্রেওল উপকূলে আছড়ে পড়েছে এ ঝড়। খবর সিএনএনের। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, উপকূলে আঘাত হানার সময় হারিকেন ডেল্টা ক্যাটাগরি ২ মাত্রার থাকলেও ঘণ্টাখানেক পরেই শক্তি হারিয়ে সেটি ক্যাটাগরি ১-এ নেমে আসে। তবে ঝড়টি এখনও প্রাণঘাতী হতে উঠতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় রাত ৮টার দিকে হারিকেন ডেল্টার বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় সর্বোচ্চ ৯০ মাইল। সময়ের সঙ্গে এটি আরও শক্তি হারিয়ে উপকূলীয় নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে এনএইচসি। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, ঝড়ের প্রভাবে লুইজিয়ানায় প্রবল বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে সেখানে আচমকা বন্যা দেখা দিতে পারে। এতে পানিবন্দি হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছেন অন্তত ৫৫ লাখ মানুষ। দেশটির আবহওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, হারিকেন ডেল্টার কারণে লুইজিয়ানার বেশিরভাগ এলাকায় ৫ থেকে ১০ ইঞ্চি বৃষ্টিপাত হতে পারে। এমনকি কিছু কিছু জায়গায় এর পরিমাণ ১৫ ইঞ্চিতে পৌঁছাতে পারে বলে সতর্ক করা হয়েছে। পাওয়ারআউটেজ নামে একটি ওয়েবসাইটের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, হারিকেন ডেল্টার কারণে লুইজিয়ানার প্রায় সাড়ে তিন লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। টেক্সাসেও বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছেন এক লাখের বেশি বাসিন্দা। এদিকে যুক্তরাষ্ট্রের আঘাত হানার সঙ্গে সঙ্গেই ভয়ঙ্কর একটি রেকর্ড গড়েছে হারিকেন ডেল্টা। এটি চলতি বছরে দেশটিতে আঘাত হানা ১০ম ঝড়। ২০০৫ সালের পর আর এক মৌসুমে এত বেশি ঝড়ের মুখোমুখি হয়নি যুক্তরাষ্ট্র। এছাড়া, চলতি বছর দেশটিতে এত বেশি ঝড় হচ্ছে যে, সেগুলোর জন্য পূর্বনির্ধারিত নামের ভাণ্ডারই ফুরিয়ে গেছে। একারণে ১৯৫০ সালের পর যুক্তরাষ্ট্রের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো নতুন ঝড়ের নামকরণ করতে গ্রিক বর্ণমালা ব্যবহার করা হচ্ছে। হারিকেন ডেল্টার মাত্র ছয় সপ্তাহ আগে লুইজিয়ানাতেই তাণ্ডব চালিয়েছিল প্রলয়ঙ্করী হারিকেন লরা। ক্যাটাগরি ৪ মাত্রার এ ঝড়ের কারণে বন্ধ হয়ে গিয়েছিল উপকূলের শত শত তেল স্থাপনা। এর এক মাস যেতে না যেতে একই অঞ্চলে ফের তাণ্ডব চালায় স্যালি নামে আরেকটি সামুদ্রিক ঝড়। সূত্র: সিএনএন, সিবিএস নিউজ, আল জাজিরা Share this:FacebookX Related posts: হারিকেন ডেল্টার পর যুক্তরাষ্ট্রে বন্যা সতর্কতা জারি যুক্তরাষ্ট্রে একদিনে ১১২ মৃত্যু যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল ১৫ মিনিটেই করোনাভাইরাসের পরীক্ষা যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রে আক্রান্ত ছাড়ালো ২০ লাখ যুক্তরাষ্ট্রে করোনায় হাইড্রোক্সিক্লোরোকুইনের অনুমোদন প্রত্যাহার যুক্তরাষ্ট্রে ৩ লাখ স্কুল শিক্ষার্থী করোনায় আক্রান্ত যুক্তরাষ্ট্রে মেক্সিকোর সাবেক প্রতিরক্ষামন্ত্রী আটক যুক্তরাষ্ট্রে টানা তিনদিনে সংক্রমণের রেকর্ড যুক্তরাষ্ট্রে অনুমোদনের দ্বারপ্রান্তে মডার্নার ভ্যাকসিন যুক্তরাষ্ট্রে বড়দিনে বোমা হামলা যুক্তরাষ্ট্রে করোনায় প্রতি হাজারে একজনের মৃত্যু SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: আঘাতডেল্টাযুক্তরাষ্ট্রেহারিকেনহেনেছে