যুক্তরাষ্ট্রে করোনায় হাইড্রোক্সিক্লোরোকুইনের অনুমোদন প্রত্যাহার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, জুন ১৬, ২০২০ অনলাইন ডেস্ক : করোনা চিকিৎসার জন্য ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহারের অনুমোদন প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। সোমবার যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থাটি জানিয়েছে, করোনায় এসব ওষুধের কার্যকারিতা প্রমাণ হয়নি। হাইড্রোক্সিক্লোরোকুইনকে করোনা চিকিৎসার ক্ষেত্রে গেমচেঞ্জার আখ্যা দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনার হাত থেকে বাঁচতে তিনি ওষুধটি খাচ্ছিলেন বলেও দাবি করেন। খবর বিবিসি ও সিএনএনের। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনার এখন পর্যন্ত কোনও স্বীকৃত ওষুধ আবিষ্কৃত না হওয়ায় যুক্তরাষ্ট্রসহ দেশে দেশে পরীক্ষামূলক বিভিন্ন তৎপরতা চলছে। মার্চের শেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের ওষুধ প্রশাসন (এফডিএ) করোনা ভাইরাসের চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইন অনুমোদন করেছে। তবে তখনই দাবিটি নাকচ করে দেয় এফডিএ। তা সত্ত্বেও লোকজনের মধ্যে হাইড্রোক্সিক্লোরোকুইন কিনে ঘরে মজুত করার হিড়িক পড়ে যায়। হাইড্রোক্সিক্লোরোকুইন ওষুধ মূলত ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহার হয়। করোনার চিকিৎসায় এগুলোর কার্যকারিতা নিয়ে এখনও নিশ্চিত নন বিশেষজ্ঞরা। তারপরও গত ১৮ মে ট্রাম্প জানান, তিনি নিয়মিত এ ওষুধ গ্রহণ করছেন। তার সংস্পর্শে আসা দুই ব্যক্তির করোনা সংক্রমণ ধরা পড়ার পর এ ওষুধ খেয়ে ভালো ফল পেয়েছেন বলেও জানান ট্রাম্প। তবে এই ওষুধের ঝুঁকির ব্যাপারে সতর্ক করে দিয়ে চিকিৎসকরা জানান, এ ওষুধ করোনায় ব্যবহারের ফলে হার্টের সমস্যা দেখা দিতে পারে। তবে গত মার্চে এফডিএ হাসপাতালে করোনা চিকিৎসার ক্ষেত্রে জরুরি পরিস্থিতিতে ওষুধটি ব্যবহারের অনুমোদন দিয়ে রাখে। সোমবার সেই অনুমোদন প্রত্যাহার করে নিয়ে এফডিএ জানিয়েছে, নতুন গবেষণায় দেখা গেছে ওষুধ দুটি করোনাভাইরাস প্রতিরোধে সক্ষম নয়। ক্লিনিক্যাল পরীক্ষায় দেখা গেছে করোনার চিকিৎসায়ও এটি অকার্যকর। যারা এ ওষুধ গ্রহণ করেছেন, তারাও করোনার সংক্রমণ থেকে রেহাই পাননি। এফডিএর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডেনিজ এম. হিন্টন জানান, যুক্তরাষ্ট্রের হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসের অধীনস্ত বায়োমেডিক্যাল অ্যাডভান্সড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কর্তৃপক্ষের অনুরোধের প্রেক্ষিতে ওষুধ দুটির অনুমোদন বাতিল করা হয়েছে। এই কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রে জনস্বাস্থ্যগত জরুরি পরিস্থিতিতে চিকিৎসা সামগ্রী সরবরাহের দায়িত্বপ্রাপ্ত। এক গবেষণায় হাইড্রোক্সিক্লোরোকুইন ও এ সংশ্লিষ্ট আরেকটি ওষুধ ক্লোরোকুইন ব্যবহারে কোভিড-১৯ রোগীদের মৃত্যুঝুঁকি আরও বাড়তে পারে বলে ইঙ্গিত পাওয়ার পর গত ২৫ মে ওষুধ দুটির ব্যবহার স্থগিত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। চিকিৎসাবিজ্ঞান বিষয়ক সাময়িকী লানসেটে এ নিয়ে প্রকাশিত গবেষণাপ্রবন্ধেও বলা হয়, এ ওষুধ ব্যবহারে করোনা রোগীর মৃত্যুঝুঁকি বহুলাংশে বেড়ে যায়। Share this:FacebookX Related posts: যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল করোনায় যুক্তরাষ্ট্রে একদিনে মৃত্যু ২৮১৭ যুক্তরাষ্ট্রে ৩ লাখ স্কুল শিক্ষার্থী করোনায় আক্রান্ত যুক্তরাষ্ট্রে করোনায় প্রতি হাজারে একজনের মৃত্যু যুক্তরাষ্ট্রে একদিনে ১১২ মৃত্যু ১৫ মিনিটেই করোনাভাইরাসের পরীক্ষা যুক্তরাষ্ট্রে করোনায় বিশ্বব্যাপী প্রাণহানী ৪৭ হাজার ছাড়ালো করোনায় বিশ্বব্যাপী প্রাণহানী ৬৫ হাজার ছুঁইছুঁই মদিনা শরিফে করোনায় আরও দুই বাংলাদেশির মৃত্যু নিউইয়র্কে করোনায় একদিনে পাঁচ বাংলাদেশির মৃত্যু করোনায় বিশ্বব্যাপী আক্রান্ত ৩৮ লাখ যুক্তরাষ্ট্রে অনুমোদনের দ্বারপ্রান্তে মডার্নার ভ্যাকসিন SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: অনুমোদন প্রত্যাহারকরোনায়যুক্তরাষ্ট্রেহাইড্রোক্সিক্লোরোকুইনের