যুক্তরাষ্ট্রে মেক্সিকোর সাবেক প্রতিরক্ষামন্ত্রী আটক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২০ আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস বিমানবন্দরে বৃহস্পতিবার মেক্সিকোর সাবেক প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সালভাদর সিয়েনফুয়েগোসকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ। মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের (ডিইএ) একটি পরোনায় তাকে আটক করা হয় বলে সংস্থাটির এক মুখপাত্র রয়টার্সকে নিশ্চিত করেছেন। প্রতিরক্ষামন্ত্রী হিসেবে জেনারেল সালভাদোর মেক্সিকোর ‘মাদকবিরোধী যুদ্ধের’ একজন শক্তিশালী ব্যক্তি ছিলেন; তার নেতৃত্বে সেনাবাহিনী সারা দেশে মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান চালায়। তবে মাদক বিরোধী অভিযানে সাবেক শীর্ষ কর্মকর্তাদের বেশিরভাগই মাদক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছে বলে অভিযোগ। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের কয়েক সপ্তাহ আগে উচ্চ পর্যায়ের এই গ্রেফতারের ঘটনা ঘটলো। যুক্তরাষ্ট্রে মেক্সিকোর রাষ্ট্রদূতের মাধ্যমে জেনারেল সালভাদরের আটক হওয়ার খবর জানতে পেরেছেন বলে টুইট বার্তায় নিশ্চিত করেছেন মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো এবরার্ড। জেনারেল সালভাদরের আটকের সময় সঙ্গে ছিলেন তার পরিবারের বেশ কয়েকজন সদস্যও। তবে তাদেরকে ইতোমধ্যে ছেড়েও দেয়া হয়েছে বলে মেক্সিকোর কূটনৈতিক সূত্রের বরাতে নিশ্চিত করেছে রয়টার্স। তবে মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের এক মুখপাত্র জানিয়েছেন, আটক হওয়ার সময় জেনারেল সালভাদর যুক্তরাষ্ট্রে অবতরণ করছিলেন নাকি বিমানবন্দর ছেড়ে দেশে যাচ্ছিলেন অথবা তার পরিবারের সদস্যরা তার সঙ্গে ছিলেন কিনা; গ্রেফতারের সময়কার পরিস্থিতি নিয়ে এর চেয়ে বেশি তথ্য তার কাছে নেই। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ গ্রেফতারের ঘটনা নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে সামরিক বিশ্লেষক রাউল বেনিৎজ বলেন, ‘এই গ্রেফতারের ঘটনা মেক্সিকোতে ব্যাপক প্রভাব ফেলবে। Share this:FacebookX Related posts: মুখ্যমন্ত্রীর মেয়ে আটক নাকি গৃহবন্দি? যুক্তরাষ্ট্রে একদিনে ১১২ মৃত্যু যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল ১৫ মিনিটেই করোনাভাইরাসের পরীক্ষা যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রে আক্রান্ত ছাড়ালো ২০ লাখ যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে হারিকেন ডেল্টা যুক্তরাষ্ট্রে টানা তিনদিনে সংক্রমণের রেকর্ড যুক্তরাষ্ট্রে অনুমোদনের দ্বারপ্রান্তে মডার্নার ভ্যাকসিন নাইটক্লাবে আটক হয়ে যা বললেন হৃতিকের সাবেক স্ত্রী যুক্তরাষ্ট্রে বড়দিনে বোমা হামলা যুক্তরাষ্ট্রে করোনায় প্রতি হাজারে একজনের মৃত্যু মস্কোয় পা রাখামাত্র আটক নাভালনি SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: আটকপ্রতিরক্ষামন্ত্রীমেক্সিকোরযুক্তরাষ্ট্রেসাবেক