বিরামপুরে ভাঙ্গারি ব্যবসায়ীদের সাথে ওসির মতবিনিময়

প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২০

জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি ; দিনাজপুরের বিরামপুরে ভাঙ্গারি ব্যবসায়ীদের সাথে ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে থানার বৈঠক ঘরে দিনাজপুর জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার) এর নির্দেশে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান মনির উপজেলার ভাঙ্গারি ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেন ও দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন।

এসময় ওসি মনিরুজ্জামান মনির ভাঙ্গারি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, ব্যবসায়ীদের মূল উদ্দেশ্য হতে হবে সামাজিক উন্নয়ন ও জনকল্যাণ। এক শ্রেণীর ব্যবসায়ী আছেন যারা মানবতার কথা চিন্তা না করে শুধু মুনাফা অর্জন করেন।আপনারা চোখ কান খোলা রেখে ব্যবসা করবেন, চুরির মালমাল ক্রয় করবেন না। কেউ চুরি করে মালামাল বিক্রি করছে এমনটা সন্দেহ হলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাবেন।

তিনি উপজেলায় আইন-শৃঙ্খলা রক্ষায় এবং সন্ত্রাস, চুরি-ডাকাতীসহ যেকোন অপরাধ দমনের কাজে ভাঙ্গারি ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায়, ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী মন্ডল, সিনিয়র সাংবাদিক হাফিজ উদ্দিন মন্ডল, জালাল উদ্দীন রুমী, আবু তাহের, রায়হান কবীর চপল, জাকিরুল ইসলাম জাকির, ভাঙ্গারি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ছুরত আলী, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেনসহ সমিতির অনান্য সদস্যগণ প্রমুখ উপস্থিত ছিলেন।