অস্ত্র-মাদকসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২০

অনলাইন ডেস্ক : ভোলায় অস্ত্র ও মাদকসহ এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে সদর উপজেলার দক্ষিণ রাজাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. আবুল বাশার সরদার (৩৫) দক্ষিণ রাজাপুর এলাকার মো. কালু সরদারের ছেলে।

র‌্যাব-৮ ভোলা জোন থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত আসামি মো. আবুল বাশার সরদারের নিকট থেকে একটি ওয়ান শুটার গান, একটি পিস্তল ও ৩০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার নামে ভোলার বিভিন্ন থানায় ডাকাতি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ, গণধর্ষণসহ ১৯টি মামলা রয়েছে।

এ ঘটনায় র‌্যাব-৮ এর পক্ষ থেকে ভোলা সদর থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।