এইচএসসি পরীক্ষার ভবিষ্যৎ নির্ধারণে বৈঠকে বোর্ড চেয়ারম্যানরা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২০ নিউজ ডেস্ক : করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে চলতি বছর স্থগিত হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষার ভবিষ্যৎ নির্ধারণে বৈঠকে বসেছেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হকের সভাপতিত্বে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টায় ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ উপ-পরিদর্শক রবিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এইচএসসি পরীক্ষা কীভাবে নেওয়া যায় সে বিষয়ে বৈঠক শুরু হয়েছে। সোয়া ২টায় বৈঠক শুরু হয়ে এখনও চলছে। বৈঠকে সব বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত আছেন। অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের কীভাবে মূল্যায়ন করা হবে সে বিষয়েও বৈঠকে আলোচনা হতে পারে। গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে তা স্থগিত করা রয়েছে। তবে কওমি মাদরাসা খুলে দেয়া হলেও অন্যসব শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ৩ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করা আছে। Share this:FacebookX Related posts: এইচএসসি পরীক্ষার বিষয় কমতে পারে এইচএসসি পরীক্ষা আয়োজনের গাইডলাইন তৈরি বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষা আয়োজনে শিক্ষা মন্ত্রণালয়ে তিন প্রস্তাব রাণীনগরে শিক্ষার্থীদের সংবর্ধনা, বিদায় ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান কেন্দুয়ায় শিক্ষক ও শিক্ষা কর্মকর্তার সংকট নিয়ে চলছে প্রাথমিক শিক্ষা বিভাগ এসএসসি ও সমমানের পরীক্ষায় বসেছে সাড়ে ২০ লাখ শিক্ষার্থী কর্তৃপক্ষের গাফেলতিতে পরীক্ষা দিতে পারলেন না ৫ শিক্ষার্থী রাণীনগরে খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের পাঠদান চিতলমারীতে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ ঐতিহ্যবাহী গৌরীপুর সরকারি কলেজ সাতান্ন বছরে পা রাখলো প্রাথমিক শিক্ষা পরিবারের জন্য হাসপাতালের প্রস্তাব এইচএসসি শুরুর তারিখ পেতে আরও দেরি SHARES Matched Content শিক্ষা বিষয়: এইচএসসিচেয়ারম্যানরানির্ধারণেপরীক্ষারবৈঠকেবোর্ডভবিষ্যৎ