পুলিশ সেবা দেওয়ার জন্য জনগণের দ্বারে দ্বারে যাবে-অতিরিক্ত পুলিশ সুপার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২০ স্টাফ রিপোর্টার : প্রতিটি ইউনিয়নে বিট পুলিশিং এর কার্যক্রমের মাধ্যমে পুলিশ আপনাকে সেবা দিতে প্রস্তুত রয়েছে। এখন থেকে কোন সেবা গ্রহণকারীকে থানায় যেতে হবে না। পুলিশই আপনার দ্বারে দ্বারে ঘুরবে বলে মন্তব্য করেছেন জামালপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার। বকশীগঞ্জ থানা পুলিশের আয়োজনে গতকাল মঙ্গলবার বিকালে জামালপুরের বকশীগঞ্জ পৌরসভা বিট পুলিশিং এর কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সীমা রানী সরকার বলেন, ছোট ছোট সমস্যা, মাদক নির্মূল, বাল্য বিবাহ প্রতিরোধে বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে। বকশীগঞ্জ থানার এসআই মোশারফ হোসেন পৌর বিট (৮নং) দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কাজ করবেন। বকশীগঞ্জ পৌর সভার মেয়র নজরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে এবং মুক্তিযোদ্ধা আফসার আলীর সঞ্চালনায় বিট পুলিশিং এর উদ্বোধনী অনুষ্ঠানে এসময় স্বাগত বক্তব্য রাখেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাস স¤্রাট। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল, জেলা পরিষদের সদস্য জয়নাল আবেদিন, বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন ফোরকান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক আগা সাইয়ুম, উপজেলা যুবলীগের সদস্য ফরহাদ হোসেন পলাশ ও পৌর কাউন্সিলর মিজানুর রহমান। Share this:FacebookX Related posts: গৌরীপুরে জনসমাগম ঠেকাতে মাঠে নেমেছে পুলিশ গৌরীপুরে লকডাউন সিথিল হলেও পুলিশ কঠোর অবস্থানে গৌরীপুরে ১২ জুয়ারীসহ ১৩ জনকে আটক করেছে পুলিশ হালুয়াঘাটে শাহ্জালাল ইসলামী ব্যাংকের উদ্যোগে কম্বল বিতরণ ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন গৌরীপুরের বোরহান উদ্দিন ভালুকায় সরকারী হাসপাতালের গাফিলতিতে রাস্তায় সন্তান প্রসব গৌরীপুরে টিসিবি’র পণ্য বিক্রয় শুরু মানুষের উপচে পড়া ভীড় ভালুকায় সাংবাদিক পরিচয় দানকারী সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার গৌরীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু ত্রিশালে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে সেমিনার সরিষাবাড়ী পৌরসভায় আ. লীগের জয় বড়ই শুকাতে ছাদে গিয়ে প্রাণ হারালেন গৃহবধূ SHARES Matched Content দেশের খবর বিষয়: অতিরিক্ত পুলিশজনগণের দ্বারে দ্বারে যাবেপুলিশবিট পুলিশিং'র মাধ্যমেসেবা দেওয়ার জন্য