বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ চায় বাংলাদেশ ন্যাপ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২০ নিউজ ডেস্ক : অব্যাহতভাবে পেঁয়াজের মূল্যবৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ চেয়েছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)।বুধবার (১৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এ দাবি জানান। ফের পেঁয়াজের দাম বাড়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে ন্যাপ নেতৃদ্বয় বলেন,পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে বারবার ‘ব্যর্থ’ বাণিজ্যমন্ত্রী মন্ত্রিপরিষদে থাকেন কী করে। তারা বলেন,নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের মধ্যে পেঁয়াজের বাজারে অস্থিরতা শুরু হয়েছে পুরনো সিন্ডিকেটের কবলে। অন্যদিকে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে পরিপূর্ণ ব্যর্থতার পরিচয় দিচ্ছে বাণিজ্যমন্ত্রী। অতীতেও তিনি পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে এ ধরনের ব্যর্থতার পরিচয় দিয়েছিলেন। নেতৃবৃন্দ বলেন,ভারত পেঁয়াজ রফতানি বন্ধের ঘোষণা দেয়াতে বাংলাদেশের বাজারে এর প্রভাব পড়েছে। কারণ ভারত থেকেই বেশিরভাগ পেঁয়াজ আমদানি করা হয়। ভারত পেঁয়াজ রফতানি বন্ধের ফলে পেঁয়াজের পুরোনো সিন্ডিকেট আবারও সক্রিয় হয়ে উঠেছে। সরকার টিসিবির মাধ্যমে ট্রাক সেলের ব্যবস্থা করেও বাজার সামাল দিতে পারছে না। গত বছর এই সময়ে পেঁয়াজের বাজার উত্তপ্ত হয়েছিল। এবারও অসাধু ব্যবসায়ীরা যেকোনো অজুহাতে পেঁয়াজের বাজার অস্থির করে ফায়দা লুটতে চান।’ তারা বলেন,পেঁয়াজের মূল্য বৃদ্ধিতে জনগণের নাভিশ্বাস উঠেছে। জনগণের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। জনগণের মনে প্রশ্ন- পেঁয়াজের বাজার কারা নিয়ন্ত্রণ করছে? তারা কী এতই শক্তিশালী যে, সরকার তাদের নিয়ন্ত্রণ করতে পারছে না? অসাধু ব্যবসায়ীদের কোনো অজুহাতই গ্রহণযোগ্য নয়। নেতৃবৃন্দ প্রশ্ন করেন,পেঁয়াজের বাজারে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। নাকি পেঁয়াজের অসৎ ব্যবসায়ীদের সঙ্গে সরকারের প্রভাবশালীরা জড়িত? সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দ্ব্যর্থহীনভাবে বলা যায়- হয়তো সরকারের একটি অংশ এই পেঁয়াজ সংকটের সঙ্গে জড়িত হয়ে লুটপাটের অংশ হয়েছে, অথবা এটি সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের ভয়ঙ্কর একটা অদক্ষতার স্বাক্ষর। তারা বলেন,পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণে সরকারের বারবার চরম ব্যর্থতার দায়-দায়িত্ব কাঁধে নিয়ে বাণিজ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত। Share this:FacebookX Related posts: বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন ফখরুল বছরের পর বছর ঝুঁকি নিয়েই বাঁশের সাঁকো পারাপার বাংলাদেশ ও ভারতের ১৩ জন বিশিষ্ট গুণীজনকে সম্মাননা প্রদান শপথ গ্রহণ করলেন মহিউদ্দিন, স্মৃতি ও মিলন দেশে কখন কি ঘটে বলা যায় না নওগাঁ-৬ উপ-নির্বাচন: ইসরাফিলের উত্তরসূরি হতে চান সুলতানা পারভীন বিউটি বিএনপিকে স্বাগত জানালেন কাদের প্রায় আট মাস পর বসেছে আ.লীগের সভাপতিমণ্ডলীর সভা এমসি কলেজের ঘটনায়ও শেখ হাসিনা সরকার কঠোর অবস্থানে পাবনা-৪ আসনে আবারও নির্বাচন দাবি বিএনপির সাতক্ষীরা জেলা আ’লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা পূর্বধলায় উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি ঘোষণা SHARES Matched Content রাজনীতি বিষয়: চায়ন্যাপপদত্যাগবাণিজ্যমন্ত্রীরবাংলাদেশ