বাবর আজমকে হটিয়ে দিলেন মালান দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২০ স্পোর্টস ডেস্ক : এক সিরিজেই সব উল্টে-পাল্টে দিলেন ডেভিড মালান। চার ধাপ পেছন থেকে এসে শীর্ষে থাকা বাবর আজমকে সরিয়ে দিলেন। আইসিসির টি-টোয়েন্টি র্যাংকিংয়ে এখন এক নম্বর অবস্থানে রয়েছেন ইংল্যান্ডের বাঁ-হাতি এই ব্যাটসম্যান। অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদেই এমন উন্নতি হয়েছে মালানের। সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছে ইংল্যান্ড। তিন ম্যাচের সিরিজে মালান একটি ফিফটিসহ করেন ১২৯ রান। গত নভেম্বরে টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা অবস্থানে (দ্বিতীয়) উঠেছিলেন মালান। এবার উঠে গেলেন শীর্ষে। দুই নম্বরে নেমে যাওয়া পাকিস্তান অধিনায়ক বাবর আজমের চেয়ে ৮ রেটিং পয়েন্ট এগিয়ে রয়েছেন ইংলিশ ব্যাটসম্যান। এগিয়েছেন মালানের দুই সতীর্থ জনি বেয়ারেস্টো আর জস বাটলারও। সিরিজে ৭২ রান করা বেয়ারেস্টো তিন ধাপ এগিয়ে এসেছেন ১৯তম অবস্থানে। দুই ম্যাচে ১২১ রান করে বাটলার ৪০ থেকে উঠেছেন ২৮ নম্বরে। এদিকে দল হারলেও অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারোন ফিঞ্চ দারুণ একটি সিরিজ কাটিয়েছেন। তিন ম্যাচে ১২৫ রান করে তৃতীয় অবস্থান ধরে রেখেছেন তিনি। গ্লেন ম্যাক্সওয়েল ব্যাটসম্যানদের মধ্যে ষষ্ঠ স্থানে আর অলরাউন্ডার র্যাংকিংয়ে আফগানিস্তানের মোহাম্মদ নবির পর দ্বিতীয় অবস্থানে আছেন। সিরিজে ৬ উইকেট নিয়ে ইংলিশ লেগস্পিনার আদিল রশিদ দুই ধাপ এগিয়ে এসেছেন সপ্তম অবস্থানে। অস্ট্রেলিয়ার বাঁহাতি স্পিনার অ্যাশটন অ্যাগার ৫ উইকেট নিয়ে তৃতীয় স্থান ধরে রেখেছেন। এক এবং দুই নম্বরে যথারীতি আফগানিস্তানের দুই স্পিনার রশিদ খান এবং মুজিব উর রহমান। ৩ উইকেট নেয়া অসি পেসার কেন রিচার্ডসন প্রথমবারের মতো ঢুকেছেন সেরা দশে। Share this:FacebookX Related posts: নিজেকেই ব্যালন ডি’অর দিয়ে দিলেন লেওয়ানডস্কি বিপদ কাটিয়ে ভারতকে তিনশ পার করে দিলেন হার্দিক-জাদেজা মেসিকে ভোট দিলেন রোনালদো, কিন্তু মেসি দিলেন না যৌন হয়রানির অভিযোগ থেকে রেহাই পেলেন বাবর বিপিএল মাতাতে গেইল এখন ঢাকায় বিদায়বেলায় জয়ের হাসি রংপুরের শ্রীলঙ্কা সফরে সাকিবকে চান পাপন সিলেটে হবে অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প ১৬ ওভারে ১৮০ করেও জিততে পারল না ওয়েস্ট ইন্ডিজ ভুলে যাওয়াটা সমাধান নয় : মাহমুদউল্লাহ ভারতকে পেছনে ফেলল বাংলাদেশ সিরিজ জিততে বাংলাদেশের টার্গেট ১৪৯ SHARES Matched Content খেলাধুলা বিষয়: আজমকেদিলেনবাবরমালানহটিয়ে