বিপদ কাটিয়ে ভারতকে তিনশ পার করে দিলেন হার্দিক-জাদেজা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২০ স্পোর্টস ডেস্ক :একটা সময় বেশ বিপদেই পড়েছিল ভারত। ক্যানবেরায় সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়ান বোলারদের তোপে ১২৩ রানেই ৪ উইকেট হারিয়ে বসেছিল তারা। অধিনায়ক বিরাট কোহলি দায়িত্ব নিয়ে খেলে দলকে অনেকটা এগিয়ে নেন। কিন্তু তিনিও দলীয় ১৫২ রানের মাথায় সাজঘরে ফিরলে ভারতের জন্য আড়াইশ করাই কঠিন মনে হচ্ছিল। সেই জায়গা থেকে দলকে তিনশোর্ধ্ব পুঁজি এনে দিয়েছেন রবীন্দ্র জাদেজা আর হার্দিক পান্ডিয়া। তাদের ১৫০ রানের অবিচ্ছিন্ন জুটিতে ভর করে ৫ উইকেটে ৩০২ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে ভারত। অথচ টস জিতে ব্যাট করতে নামার পর শিখর ধাওয়ান, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুলদের ব্যর্থতায় ধুঁকছিল ভারত। ৬৩ রান করে কোহলি যখন আউট হন, তখনও বিপদে দল। সেখান থেকে ষষ্ঠ উইকেট জুটিতে ১৮ ওভার অবিচ্ছিন্ন থাকেন জাদেজা আর হার্দিক। ওভারপ্রতি আটের ওপর রান তুলে এই যুগল যোগ করেন ১৫২ রান। দুজনই হাফসেঞ্চুরি তুলে নেয়ার পর শেষদিকে হাত খুলে খেলেছেন। ফলে শেষ পাঁচ ওভারে ভারত পায় ৭৬ রান। ৫০ বলে ৫ চার আর ৩ ছক্কায় ৬৬ রানে অপরাজিত থাকেন জাদেজা। ৭৬ বলে ৭ বাউন্ডারির সঙ্গে ১ ছক্কায় সেঞ্চুরির দোড়গোড়ায় গিয়ে হার না মানা ৯২ রানে মাঠ ছাড়েন হার্দিক। অস্ট্রেলিয়ান বোলারদের মধ্যে সবচেয়ে সফল অ্যাশটন অ্যাগার। ৪৪ রানের বিনিময়ে নেন ২টি উইকেট। একটি করে উইকেট শিকার জশ হ্যাজলেউড, শন অ্যাবট আর অ্যাডাম জাম্পার। Share this:FacebookX Related posts: নিজেকেই ব্যালন ডি’অর দিয়ে দিলেন লেওয়ানডস্কি বাবর আজমকে হটিয়ে দিলেন মালান ভারতকে বড় লক্ষ্য ছুড়ে দিল অস্ট্রেলিয়া মেসিকে ভোট দিলেন রোনালদো, কিন্তু মেসি দিলেন না জনপ্রিয় ১৪৫ গানের স্বত্ব বিক্রি করে দিলেন শাকিরা ভারতকে পেছনে ফেলল বাংলাদেশ ভারতীয় ক্রিকেট দলকে আইসিসি’র জরিমানা ২০২ দিন পর মাঠে নামা কোহলির প্রতিপক্ষ আজ কে? নভেম্বরেই টি-টোয়েন্টি দিয়ে ফিরছেন সাকিব আওয়ামী লীগ সবসময়ই দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে আসছে সিডনি টেস্টের আগে স্বস্তির নিঃশ্বাস ভারতীয় শিবিরে মেসির গোল খরা কাটার দিনে জয় পেল বার্সেলোনা SHARES Matched Content খেলাধুলা বিষয়: -জাদেজাকরেকাটিয়েতিনশদিলেনপারবিপদভারতকেহার্দিক