যৌন হয়রানির অভিযোগ থেকে রেহাই পেলেন বাবর

প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২১

অনলাইন ডেস্ক ; যৌন হয়রানির অভিযোগ থেকে রেহাই মুক্তি পেলেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমের। লাহোরের হামিজা মুখতার নামে ওই নারী তার বিরুদ্ধে যৌন হয়রানির মামলা তুলে নিয়েছেন।

বাবরের বিরুদ্ধে সব অভিযোগ তুলে নিয়ে হামিজা মুখতার বলেন, ‘বাবর আজমের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কখনো ছিলও না। তার বিরুদ্ধে আনা যৌন হয়রানির অভিযোগ মিথ্যা।’

টুইটার অ্যাকাউন্টে হামিজা আরও বলেন, ‘আজকের পর থেকে বাবরের বিরুদ্ধে আমার আনা অভিযোগের কোনো ভিডিও কেউ শেয়ার করবেন না। যদি কেউ আমার আগের ভিডিও ব্যবহার করেন সে জন্য আমি দায়ী থাকব না।’

এর আগে বাবর আজম বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তাকে দিনের পর দিন যৌন নির্যাতন করেছেন বলে হামিজা মুখতার অভিযোগ করেছিলেন।