ভুলে যাওয়াটা সমাধান নয় : মাহমুদউল্লাহ দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২০ স্পোর্টস ডেস্ক :পঞ্চ পান্ডবে’র দুই অন্যতম সদস্য সাকিব আল মামুন আর মাহমুদউল্লাহ রিয়াদ একই দলে। জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ জেমকন খুলনারও অধিনায়ক। কিন্তু এমন তারকাখচিত ও অভিজ্ঞ দলটিও মাঠে এখন পর্যন্ত নিজেদের মেলে ধরতে পারেনি। তিন ম্যাচে একটি মাত্র জয় ফরচুন বরিশালের বিপক্ষে। আর প্রথমে মিনিস্টার রাজশাহীর কাছে ৬ উইকেটের হার ও আজ (শনিবার) গাজী গ্রুপ চট্টগ্রামের কাছে মাত্র ৮৬ রানে অলআউট হয়ে ৯ উইকেটের বড় পরাজয়। কাগজে কলমের হিসেবের সঙ্গে ঠিক মাঠের হিসেব মিলছে না জেমকন খুলনার। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ধারণা, তার দল লক্ষ্য ও পরিকল্পনার বাস্তবরূপ দিতে পারছে না, তাই কাঙ্খিত পারফরম্যান্স হচ্ছে না। মাহমুদউল্লাহ বলেন, ‘আজ আবারও আমরা ব্যর্থ হয়েছি পুরো ব্যাটিং বিভাগ হিসেবে। আমাদের স্পিন বিভাগ খুব ভালো করেছে, সাকিব ভালো বল করেছে। এটা ইতিবাচক দিক। কিন্তু এটা ম্যাচ জেতার জন্য যথেষ্ট ছিল না।’ খুলনা অধিনায়ক যোগ করেন, ‘আমরা আমাদের পরিকল্পনার প্রয়োগ ঘটাতে পারছি না। ড্রেসিংরুমে যেটা বলেছি, সেটা মাঠে করতে পারছি না। তবে দল হিসেবে আমরা এখনও অনেক ইতিবাচক আছি শক্তভাবে ফিরে আসার জন্য। আশা করি পরের ম্যাচে খুব ভালো করতে পারব।’ এ ব্যর্থতার ম্যাচগুলোর কথা ভুলে যেতে চাইবেন কি না? এমন প্রশ্নে মাহমুদউল্লাহর জবাব, ‘আমার মনে হয় ভুলে যাওয়াটা সমাধান নয়। আমাদের মনে রাখতে হবে, আমরা কী ভুল করেছি। চেষ্টা করতে হবে একই জিনিস আবার না করার। আমার মনে হয় উইকেট কিছুটা বোলারদের পক্ষে ছিল। কিন্তু এটা কোনো অজুহাত নয়। আমরা নিজেদের ঠিকভাবে মেলে ধরতে পারিনি।’ Share this:FacebookX Related posts: মাহমুদউল্লাহদের পাশে থাকতে পাকিস্তানে যাবেন বিসিবি সভাপতি ১০ কোটি নয়, ম্যাক্সওয়েলের দাম ১-২ কোটি হওয়া উচিত : শেবাগ এবার টস জিতলেন মাহমুদউল্লাহ, ব্যাটিংয়ে পাঠালেন শান্তদের ভারতীয় ক্রিকেট দলকে আইসিসি’র জরিমানা টাইগারদের ওয়ানডে দলে ব্যাপক রদবদল, দুই নতুন মুখ ২০২ দিন পর মাঠে নামা কোহলির প্রতিপক্ষ আজ কে? নভেম্বরেই টি-টোয়েন্টি দিয়ে ফিরছেন সাকিব ওয়াইড,দিয়েও ধোনির ভয়ে হাত নামিয়ে নিলেন আম্পায়ার! আমি জানতাম, মেসির সঙ্গেও এমন হবে : ম্যারাডোনা সিডনি টেস্টের আগে স্বস্তির নিঃশ্বাস ভারতীয় শিবিরে মেসির গোল খরা কাটার দিনে জয় পেল বার্সেলোনা দ্বিতীয় দিন শেষে ২৪২ রানে পিছিয়ে ভারত SHARES Matched Content খেলাধুলা বিষয়: নয়ভুলেমাহমুদউল্লাহযাওয়াটাসমাধান?