অসহায় ২০০ পরিবার পেলো পুলিশের সহায়তা

প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২০

অনলাইন ডেস্ক : বরগুনার তালতলীতে করোনায় কর্মহীন ও ঘূর্ণিঝড় আম্ফানের ক্ষতিগ্রস্ত ২০০ দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা বিতরণ করেছে জেলা পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তালতলী থানায় জেলা পুলিশের আয়োজন এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দেশে চলমান করোনা ভাইরাসে কর্মহীন ও ঘূর্ণিঝড় আম্ফান ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবার, মাদক থেকে ফিরে আসা ও গ্রাম পুলিশসহ ২০০ পরিবারকে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।

এখাদ্য সহায়তায় ছিলো চাল, ডাল, মুড়ি, চিনি, চিরা, আখের গুড়, তৈল, বিস্কুট, পানি, দুধ, লবণ, টোস্ট ইত্যাদি।

জেলা পুলিশের পক্ষে উপস্থিত থেকে খাদ্য সহায়তা বিতরণ করেন আমতলী তালতলী সার্কেল এএসপি সৈয়দ রবিউল ইসলাম ও তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান মিয়া।

এসময় তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ কামরুজ্জামান মিয়া বলেন দেশে চলমান করোনা ভাইরাসে কর্মহীন ও ঘূর্ণিঝড় আম্ফান ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবার,মাদক থেকে ফিরে আসা ও গ্রাম পুলিশসহ ২০০ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে পরবর্তী আমাদের এ কর্মসূচি অবহ্যাত থাকবে।