ঘোড়াঘাটের ইউএনও’র ওপর হামলার প্রতিবাদে গৌরীপুরে মুক্তিযোদ্ধাদের মানব বন্ধন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২০ গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানম ও তাঁর বাবা বীর মুক্তিযোদ্ধা ওমর আলীর ওপর দুর্বৃত্তদের নৃশংস হামলার প্রতিবাদের ময়মনসিংহের গৌরীপুরে বীর মুক্তিযোদ্ধা এবং তাঁদের সন্তানরা মানববন্ধন করেছেন। রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গনে এ প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিমের সভাপতিত্বে ও সাবেক ডেপুটি কমান্ডার মোঃ নাজিম উদ্দিনের সঞ্চালনায় এ সময় সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন, তোফাজ্জল হোসেন, আবুল কালাম, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক আব্দুস সামাদ, শহীদ পরিবারের সন্তান ম. নরুল ইসলাম, গৌরীপুর গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি বেগ ফারুক আহাম্মদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড উপজেলা শাখার সভাপতি আবুল ফজল মুহম্মদ হীরা, পৌর শাখার সভাপতি মশিউর রহমান কাউসার প্রমুখ। এতে অংশ গ্রহন করেন বীর মুক্তিযোদ্ধা প্রদীপ সরকার, আব্দুল কদ্দুছ, সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ, সাংবাদিক আনোয়ার হোসেন শাহীন, শেখ মোঃ বিপ্লব, রাকিবুল ইসলাম, বোরহান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতা উজ্জল চন্দ্র, বিল্লাল হোসেন, দুলাল মিয়া, চায়না রানী সরকার, মুজিবুর রহমান, জিলানী, রুবেল প্রমুখ। Share this:FacebookX Related posts: গৌরীপুরে স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণে অবহিতকরণ কর্মশালা শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে শিক্ষক খুন, এলাকায় শোকের মাতম শ্বশুর বাড়িতে শিক্ষক খুন : খুনীদের বিচারের দাবিতে মদনে মানববন্ধন গৌরীপুরে ঘুরাঘুরি ও দোকান খোলা রাখায় ৫জনকে জরিমানা গৌরীপুরে বিয়ের প্রলোভনে এক সন্তানের জননীকে ধর্ষণ: ধর্ষক গ্রেফতার গৌরীপুরে দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছেন ডা.আমান ঈশ্বরগঞ্জে কৃষকদের মাঝে সার বীজ বিতরণ মুক্তাগাছায় ১৬৯ বোতল ফেন্সিডিল উদ্ধার: দুই মাদক ব্যবসায়ী আটক গৌরীপুরে মেছো বিড়াল উদ্ধার শুরুতেই গলদ; উদ্বোধন করতে গিয়ে কাজ বন্ধ করে দিলেন হুইপ! গৌরীপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৭ সংরক্ষিত মহিলা পদে ১৪ ও কাউন্সিলর পদে ৪৩ মনোনয়ন পত্র জমা ময়মনসিংহে বাসের চাপায় সড়কে ঝরলো শিশুসহ ৭ জনের প্রাণ SHARES Matched Content দেশের খবর বিষয়: ইউএনও’র ওপর হামলার প্রতিবাদেগৌরীপুরে মুক্তিযোদ্ধাদের মানব বন্ধনঘোড়াঘাটের