মির্জাগঞ্জে গ্রামবাসীর উদ্যোগে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২০

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জে ভাজনা কদমতলা খালপার হয়ে গোলদারবাড়ি ভায়া নূরিয়াবাদ সড়কে মানসুরাবাদ পর্যন্ত সড়কে ব্যক্তিগত ও এলাকা বাসির অর্থায়নে উন্নয়ন কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী।
সোমবার(৩০ আগস্ট) দপুর ১২ টায় উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের বাজনা কদমতলা এলাকায় প্রায় ১৪ শত ফুট রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। রাস্তাটির আইডি নাং ৫৭৮৭৬৫০০১।

এসময় উপস্থিত ছিলেন-ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফোরকানুল আলম হাওলাদার, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক খান, উপজেলা ছাত্র লীগের সহ- সভাপতি মোঃ আনোয়ার হোসেন জোমাদ্দার,সাধারণ সম্পাদক মোঃ রাকিব মৃধা ও স্থানীয় ইউপি সদস্য মোঃ কালাম গোলদার প্রমূখ।

উপজেলা চেয়ারম্যান উপস্থিত এলাকাবাসীকে আস্তত্ব করে বলেন, আগামী এক বছরের মধ্যে রাস্তাটি পাকাকরনের ব্যবস্থা করা হবে।

জানাযায়, রাস্তাটি কাঁচা থাকায় বর্ষা মৌসুমে এলাকাবাসীর চলাচলে চরম দূর্ভোগ পোহাতে হয়। বৃষ্টির পানিতে সম্পূর্ণ রাস্তাটি কাদায় এবড়োখেবড়ো হয়ে যায়। এলাকার মোঃ সুলতানা মাস্টার ও আলমগীর হোসেন বলেন, বৃষ্টি হলে রাস্তাটি দিয়ে চলাচলের কোন উপায় থাকে না।বৃষ্টি সময় আমাদের ঘরবন্দী হয়ে পরতে হয়।রাস্তাটি দিয়ে এলাকার হাজারো ও লোকজনসহ বাজনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাজনা নূরিয়াবাদ মাদরাসা ও মানসুরাবাদ মাদরাসার কোমলমতি শিক্ষার্থীরা যাতায়াত করে।রাস্তা পাকা কারনে দাবী জানান তারা।