নওগাঁর মহাদেবপুরে র‌্যাবের অভিযানে আটক ২৭

প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২০

অনলাইন ডেস্ক : নওগাঁর মহাদেবপুরে অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে মোট ২৭ জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার বিকেলে ও সন্ধ্যায় দুই দফায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ বিপিএম (সেবা) জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি অভিযানিক দল রোববার বিকেলে উপজেলা সদরের অদূরে আত্রাই নদীর অঞ্জনীতলা ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। সেখানে একটি নৌকার ওপর জুয়া খেলার সময় ২০ জনকে আটক করা হয়। তাদের নিকট থেকে এক বোতল বিদেশি মদ ও ৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

আটককৃতদের মধ্যে কেউ ছাত্র, কেউ চাকরিজীবী, ব্যবসায়ী, রাজনীতিবিদ। তারা মহাদেবপুরে নৌকা নিয়ে পিকনিকে এসেছিলেন বলে জানা গেছে।

এছাড়া, সন্ধ্যায় মহাদেবপুর উপজেলা সদরের ফাজিলপুর সানাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে ৭ জনকে আটক করে র‌্যাব। গভীর রাতে আটক ২৭ জনকে মহাদেবপুর থানায় সোপর্দ করা হয়।

মহাদেবপুর থানার ওসির দায়িত্বে থাকা ইন্সপেক্টর (তদন্ত) সিদ্দিকুর রহমান জানান, এ ব্যাপারে র‌্যাব পৃথক মামলা দায়ের করেছে।