মির্জাগঞ্জে শ্রমিক লীগের শোক দিবস পালন

প্রকাশিত: ১২:৫৭ পূর্বাহ্ণ, আগস্ট ৩০, ২০২০

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে মজিদবাড়িয়া ইউনিয়ন শ্রমিক লীগের উদ্যোগে নানা আয়োজনে পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস।
এ উপলক্ষে শুক্রবার(২৮আগষ্ট) বিকালে ৪টায় উপজেলার মজিদবাড়িয়ার খলিশাখালী বাজারে দোয়া মাহফিল ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়।মজিদবাড়িয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী।

ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম -সাধারণ সম্পাদক মোঃ মীজানুর রহমান খালেক মৃধা, আওয়ামী লীগ নেতা ইউনুচ আলী মাস্টার, পটুয়াখালী সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ নাজমুল হোসেন, মির্জাগঞ্জ উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক খান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রাকিব মৃধা, সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন জোমাদ্দার প্রমূখ ।

শেষে ১৫ আগস্টে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল শাহদৎবরনকারী ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল ও গনভোজের আয়োজন করা হয়।