আরও ১৮ জোড়া ট্রেন চলবে ২৭ অগাস্ট থেকে

প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২০

অনলাইন ডেস্ক : আগামী ২৭ অগাস্ট থেকে আরও ১৮ জোড়া ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ০৯ অগাস্ট সভার সিদ্ধান্ত অনুযায়ী ট্রেন চলাচল স্বাভাবিক করতে আগামী ২৭ অগাস্ট থেকে আরও ১৮ জোড়া ট্রেন চলাচল শুরু করবে। ফলে দীর্ঘ পাঁচ মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর এসব ট্রেন আবারও চালু হচ্ছে।

যে ১৮ জোড়া ট্রেন চালু হচ্ছে, সেগুলো হলো- পাহাড়িকা/উদয়ন, এগার সিন্ধুর প্রভাতী, যমুনা এক্সপ্রেস, এগার সিন্ধুর গোধুলি, সোনার বাংলা, চট্টলা, করতোয়া, বরেন্দ্র, সিল্ক সিটি, সাগর দাড়ি, দোলন চাপা, ঢালার চর, ঢাকা/চট্টগ্রাম মেইল, দেওয়ানগঞ্জ কমিউটার, বলাকা কমিউটার, বগুড়া কমিউটার, রকেট এক্সপ্রেস ও চিলাহাটি এক্সপ্রেস।

এর আগে গত ১৬ অগাস্ট আরও ১৩ জোড়া ট্রেন চলাচল শুরু হয়। গত ২৪ মার্চ দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়লে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। দুই মাস পর ৩১ মে থেকে শর্ত সাপেক্ষে অল্প কয়েকটি ট্রেন চালু করা হয়। তারপর থেকে রেল যোগাযোগ স্বাভাবিক রাখতে ধীরে ধীরে সব যাত্রীবাহী ট্রেন চালু করছে বাংলাদেশ রেলওয়ে।