‘শিল্পায়ন করতে গিয়ে কৃষিজমি নষ্ট করা যাবে না’

প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২০

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দ্রুত শিল্পায়ন নিশ্চিত করতে গিয়ে যেন কোন ভাবেই কৃষিজমি নষ্ট না হয়, সে দিকে বিশেষ নজর দিতে হবে।’বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ইকনোমিক জোনস অথরিটি (বেজা)’র গভর্নিং বডির সভায় তিনি এ কথা বলেন।
সকাল সাড়ে ১০টায় ভার্চুয়াল পরিসরেই আয়োজিত হয় বেজা’র গভর্নিং বডির সপ্তম সভা৷ এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের অর্থনীতি কৃষিনির্ভর। শিল্পায়ন ও খাদ্য নিরাপত্তা অর্জনে পরিবেশের ভারসাম্য রক্ষা করেই কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘আমরা চাচ্ছি আমাদের দেশে শিল্পায়ন হোক। কারণ শিল্পায়ন ছাড়া আমরা যেমন কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো না। আবার পাশাপাশি আমাদের উৎপাদন বাড়াতে হবে। দেশের মানুষের ক্রয়ক্ষমতা বাড়ানো, চাহিদা পূরণ করা, সঙ্গে সঙ্গে রপ্তানি বাড়ানো- এসব কথা মাথায় রেখে আমাদের শিল্পায়নের প্রচেষ্টা করতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘শিল্পায়ন বিকাশের সঙ্গে কৃষিজমি ও পরিবেশ রক্ষার বিষয়টি নিশ্চিত করতে হবে। শিল্পায়নের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে। আমাদের দেশ ভূখণ্ডের দিক থেকে অত্যন্ত ছোট হলেও জনসংখ্যা অনেক বড় এবং জনসংখ্যা বাড়ছে। এই জনসংখ্যার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে আমাদের কৃষিজমি রক্ষা করতে হবে।’

তিনি বলেন, ‘আবার প্রকৃতির সঙ্গে আমরা যেন চলতে পারি- কারণ বাংলাদেশ একটা ডেল্টা। এটা আমাদের মাথায় রাখতে হবে। কাজেই আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করাও একান্ত ভাবে অপরিহার্য। সে দিকেও আমাদের দৃষ্টি দিতে হবে।’

যুব সমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের যুব সমাজকে যেন আকৃষ্ট করতে পারি, তাদের যেন উৎসাহিত করতে পারি। শুধু চাকরির পেছনে ছোটা না, নিজেরা কিছু করে দেখানো, কাজ করা। সে দিকে আমাদের দৃষ্টি দিয়ে কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য বিনিয়োগ আকৃষ্ট করা। এখন অনেক বিনিয়োগ- এটা সব সময় এদেশ থেকে ওদেশে ঘুরতে থাকে। আমরা যত বেশি আনতে পারি আমাদের জন্য ভালো। কাজেই বিদেশি বিনিয়োগ যেমন আসবে, দেশেও আমাদের যাদের বিনিয়োগ করার সক্ষমতা আছে তারাও যেন বিনিয়োগ করতে পারে। আমাদের যারা ক্ষুদ্র বিনিয়োগকারী তাদেরও আমরা যেন উৎসাহিত করতে পারি।’