সিনহা হত্যা: রিমান্ডে ‘চাঞ্চল্যকর’ তথ্য মিলেছে দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২০ অনলাইন ডেস্ক : কক্সবাজারের টেকনাফে মেজর সিনহা হত্যা মামলায় রিমান্ডে থাকা ৭ আসামির কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। বুধবার রাত সাড়ে ৯টায় র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ান দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ সাংবাদিকদের এ কথা বলেন। র্যাব জানায়, পুলিশের করা ৩টি মামলার আলামত বুঝে নেয়া হয়েছে। এছাড়া পুলিশের জব্দ করা সিনহার সহযোগী শিপ্রার ২৯টি ডিভাইস পুলিশের কাছ থেকে বৃহস্পতিবার গ্রহণ করবে মামলার তদন্তকারী কর্মকর্তা। আশিক বিল্লাহ বলেন, ‘সিনহা নিহত হওয়ার ঘটনায় বোনের দায়ের করা মামলায় প্রথম দফায় রিমান্ডে আনা ৪ পুলিশ সদস্যসহ ৭ আসামির জিজ্ঞাসাবাদের সাত কার্যদিবস শেষ হবে বৃহস্পতিবার। জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবারই তাদের আদালতে পাঠানো হবে।’ তিনি বলেন, এসব আসামিদের জিজ্ঞাসাবাদে ঘটনার ব্যাপারে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে, যা মামলার তদন্তের জন্য খুবই গুরুত্বপূর্ণ ও অগ্রগতির দিক। বলা যায়, মামলার তদন্তের ক্ষেত্রে ইতিবাচকই।’ রিমান্ড শেষ হওয়া এসব আসামিদের পুনরায় রিমান্ড চাওয়া হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে র্যাবের এই কর্মকর্তা বলেন, ‘মামলার অন্য আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে তদন্তকারী কর্মকর্তা যদি ঘটনার রহস্য উন্মোচনে প্রয়োজন বোধ করেন তাহলে আদালতে আবেদন করে পুনরায় রিমান্ড চাইতে পারেন।’ গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ। এই ঘটনায় পুলিশ ৩টি মামলা করেছে। এছাড়া সিনহার বোন করেছেন একটি। Share this:FacebookX Related posts: পাসপোর্ট নিয়ে রোহিঙ্গাদের বিদেশযাত্রার কথা জানে না সরকার এনু-রুপনের বাসায় মিলল সাড়ে ২৬ কোটি টাকা, এক কেজি স্বর্ণালঙ্কার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মাস্ক না পরে বাইরে বের হলে ৬ মাসের কারাদণ্ড চালু হচ্ছে আরও ১১ জোড়া ট্রেন ঐতিহাসিক ৬ দফা দিবস আজ ‘জোনভিত্তিক’ লকডাউনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহ আর নেই ঢাকার ৪৫ এলাকা রেড জোন ঘোষণা, কাল থেকে লকডাউন কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ ৫০ শতাংশে উন্নীত করার অঙ্গীকার প্রধানমন্ত্রীর ‘কলাবাগানের ঘটনা চরম মাত্রার অপরাধ’ বাংলাদেশে ফিরছেন ড. বিজন SHARES Matched Content জাতীয় বিষয়: