মির্জাগঞ্জে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

প্রকাশিত: ১০:৪৩ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২০

মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্যেদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীর শোক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার(১৫ আগস্ট) সূর্যদয়ের সাথে সাথে সরকারি ও আধা-সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত করন,বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি,আলোচনা সভা, ইয়াতিমদের মধ্যে উন্নত মানের খাবার পরিবেশন,সকল মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থনা,সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা, চিত্রাংকন প্রতিযোগিতা,বৃক্ষ রোপন,যুব ঋন বিতরন,দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আরাফাত হোসেন। উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের সমন্বয়ক মোঃ আল- আমীনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি গাজী আতাহার উদ্দিন আহম্মদ,সাধারন সম্পাদক মোঃ জসীম উদ্দীন জুয়েল, ও মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম প্রমূখ।

অনুষ্ঠান শেষে ২৪ জন বেকার যুব ও যুব মহিলাদের মধ্যে ১০ লক্ষ ৭০ হাজার টাকা যুব ঋনের চেক বিতরন ও অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগীদের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।

এ ছাড়াও উপজেলার ৬টি ইউনিয়নে আওয়ামীলীগ, যুবলীগ,শ্রমিকলীগ, ছাত্রলীগসহ এর অংগ সংগঠন পৃথক পৃথক ভাবে শোক দিবস পালন করে।