শিবগঞ্জে শেখ কামালের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২০

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র, বীর মুক্তিযোদ্ধা ও ক্রীড়া সংগঠক শেখ কামাল এর ৭১ তম জন্ম বার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উদযাপিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাংলাদেশ শ্রমিকলীগ শিবগঞ্জ উপজেলা শাখার আয়োজনে

চাঁপাইনবাবগঞ্জ ১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও নৌ-পরিবহন মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুলের নিজ বাড়িতে বুধবার (৫ আগষ্ট) রাত ৮ টার দিকে শেখ কামালের জন্মদিন উপলক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় শ্রমিকলীগ শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌর মেয়র কারিবুল হক রাজিন, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক তৌহিদুল আলম টিয়া, সাংগঠনিক সম্পাদক আসাদুল আলম আসাদ সহ স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা।

প্রধান অতিথির বক্তব্য চাঁপাইনবাবগঞ্জ ১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল বলেন, শেখ কামাল একজন বলিষ্ঠ সংগঠক ছিলেন। তিনি জীবনের শেষ দিন পর্যন্ত দেশের জন্য কাজ করে গেছেন। আগষ্ট শোকের মাসে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক কামরুল আহসান আপেল।