হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালিয়েছে স্বামী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, আগস্ট ৪, ২০২০ অনলাইন ডেস্ক : ভোলার লালমোহনে হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালিয়ে গেছে স্বামী। সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার লালমোহন ইউনিয়নের রিপা (২৪) নামের এক গৃহবধূকে স্বামী জাফর পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ করেন ওই গৃহবধূর বাবা জাহাংঙ্গির। পরে লাশ হাসপাতালে এনে পালিয়ে যায় জাফর। গৃহবধূর বাবা জাহাঙ্গির আরও অভিযোগ করে বলেন, প্রায় ৫ বছর আগে মেয়ে রিপা (২৪) কে উপজেলার লালমোহন ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের লাঠিয়াল বাড়ির মৃত খলিল আহমদের ছেলে জাফরের কাছে বিয়ে দেন। এরপর তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে সন্তান জন্ম নেয়। তবে বিয়ের পর থেকেই বিভিন্ন সময় জাফর যৌতুকের জন্য রিপাকে মারধর করতো। এসব নিয়ে কয়েকবার স্থানীয়ভাবে শালিস বৈঠকও হয়। তবুও জাফর বিভিন্ন সময় রিপাকে নির্যাতন করতো। সোমবার দুপুরে জাফর মোবাইল ফোন করে বলে রিপা লালমোহন হাসপাতালে, সে বিষপান করেছে। এরপর হাসপাতালে এসে দেখি রিপার লাশ পড়ে আছে। তবে জাফরকে এসে হাসপাতালে পাইনি। তা কে কল দিলেও নাম্বার বন্ধ পাওয়া যায়। এব্যাপারে লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। হাসপাতাল থেকে মৃত ওই গৃহবধূ রিপার মুখে বিষ পাওয়া গেছে বলে লিখিত দিয়েছে। তবুও লাশ মঙ্গলবার সকালে ময়না তদন্তের জন্য ভোলা মর্গে পাঠানো হবে। ময়না তদন্তের রিপোর্ট আসলেই জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। Share this:FacebookX Related posts: মির্জাগঞ্জ হাসপাতালে করোনা প্রতিরোধক সামগ্রী দিলেন হাই ইঞ্জিনিয়ার নববধূ চম্পা হত্যা মামলার অন্যতম নারী আসামি আটক কেরানীগঞ্জ থেকে আমতলীতে আসা ১০৯ জন কোয়ারেন্টাইনে লালমোহনে প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ বাউফলে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ কাউখালীতে বিদ্যুৎস্পষ্ট হয়ে স্বামী- স্ত্রী’র মর্মান্তিক মৃত্যু মির্জাগঞ্জে ২ বছরেও শেষ হয়নি সড়ক নির্মানের কাজ ভোগান্তিতে এলাকাবাসী লালমোহন উপজেলা ‘বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন’ এর কমিটি গঠন বরিশালে ভুয়া ডাক্তার-মাদক ব্যবসায়ীসহ আটক চার গৌরনদীতে নারীর প্রতি সহিংসতা রোধে প্রচারাভিযান মির্জাগঞ্জে ১৭ বছরেও হয়নি কমিটি, নেতৃত্বশূন্য ছাত্রদল কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত SHARES Matched Content দেশের খবর বিষয়: পালিয়েছে স্বামীস্ত্রীর লাশ রেখেহাসপাতালে