মির্জাগঞ্জ হাসপাতালে করোনা প্রতিরোধক সামগ্রী দিলেন হাই ইঞ্জিনিয়ার

প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২০

মির্জাগঞ্জ(পটুয়াখালী) প্রতিনিধি: করোনাভাইরাস মোকাবিলায় সেবা নিশ্চিতকরণে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভাইরাস প্রতিরোধক সামগ্রী দিলেন ইঞ্জিনিয়ার আবদুল হাই।তিনি উপজেলার শিশুরহাট গ্রামের সন্তান ও প্রকল্প পরিচালক দক্ষিনাঞ্চল আয়রন ব্রীজ পূনঃনির্মান/পূর্নবাসন। নিজস্ব অর্থয়ানে (১০০ পিপিই,৫০০চশমা,১হাজার মাস্ক ও ১হাজার হ্যান্ডগ্লোপস) এসব ভাইরাস প্রতিরোধী সামগ্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

রবিবার(১৯ এপ্রিল) সকাল১১টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ার হোসেন এসব সামগ্রী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কাছে হস্তান্তর করেন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক, ছাত্র লীগের সহ- সভাপতি মোঃ আনোয়ার জোমাদ্দার ও সাংবাদিকবৃন্দ।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ দিলরুবা ইয়াসমিন লিজা বলেন, এই মহামারীর অবস্থা নিরাপদে চিকিৎসা সেবা প্রদানের জন্য আমাদের ভাইরাস প্রতিরোধক এসব সামগ্রী প্রদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।এসব সামগ্রীগুলো ডাক্তার, নার্স, বিভিন্ন স্টাফসহ ইউনিয়নের প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হবে।