রাষ্ট্রপতির ভাই আবদুল হাইয়ের দাফন সম্পন্ন

প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২০

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই বীরমুক্তিযোদ্ধা ও রাষ্ট্রপতির একান্ত সহকারী সচিব আবদুল হাইয়ের নামাযে জানাযা রবিবার বিকেলে মুক্তিযোদ্ধা আব্দুল হক সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

প্রথম জানাযায় অংশ নেন সর্বসাধারণ এবং কামালপুর গ্রামে দ্বিতীয় জানাযায়, মহামান্য রাষ্ট্রপতি এবং নির্ধারিত সীমিত সংখ্যক মুসুল্লীগণের মধ্যে রাষ্ট্রপতির ভাই অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আবদুল হক, রাষ্ট্রপতির পুত্র রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি, নূর মোহাম্মদ এমপি, মো. আফজল হোসেন এমপি, সাবেক এমপি এ্যাড. সোহরাব উদ্দিন, জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, সিভিল সার্জন ডাঃ মো. মুজিবুর রহমান, রাষ্ট্রপতির ব্যক্তিগত কর্মকর্তাগণ অংশ নেন। পরে তাঁর পারিবারিক গোরস্থানে পিতা-মাতার পাশে সমাহিত করা হয়।

উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার সিএমএইচে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।