করোনার থাবায় বিশ্বজুড়ে ৬ লাখের বেশি প্রাণহানি দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২০ নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনা ভাইরাসে বিশ্বব্যাপী মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৪ হাজার ৯১৭ জন। বাংলাদেশ সময় রোববার সকাল পৌনে ১০টায় আন্তর্জাতিক জড়িপ সংস্থা ওয়ার্ডওমিটারের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে। ওয়ার্ডওমিটারের তথ্য অনুযায়ী, করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪৪ লাখ ২৫ হাজার ৮৬৫ জন। ইতিমধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৮৬ লাখ ১২ হাজার ১৯৪ জন। গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকেই তা সারাবিশ্বে ছড়িয়ে পড়ে। এরই মধ্যে বিশ্বের অন্তত ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই মহামারি। এতে ভুক্তভোগী দেশগুলোর মধ্যে সবার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এই একটি দেশেই আক্রান্ত হয়েছেন অন্তত ৩৮ লাখ ৩৩ হাজার ২৭১ জন। আর মারা গেছেন ১ লাখ ৪২ হাজার ১৭৭ জন। এছাড়া, ব্রাজিলে ২০ লাখ এবং ভারতে ১০ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। Share this:FacebookX Related posts: করোনার থাবায় বিশ্বজুড়ে মৃত্যু ২ লাখ ১১ হাজার বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ছাড়ালো ৩৩ হাজার বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ছাড়ালো ২ লাখ ২৮ হাজার বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৯ লাখ ২৪ হাজার ছাড়িয়েছে আফ্রিকায় নতুন ভাইরাস, বিশ্বজুড়ে ভয়াবহ মহামারির আশঙ্কা! চীনে করোনাভাইরাসের বিস্তার কমে আসছে, বুধবারে মাত্র একজন আক্রান্ত আন্তর্জাতিক ফ্লাইট চালু ১৬ জুন কমপক্ষে ৭৩ জঙ্গিকে হত্যা করল মিসরের সেনাবাহিনী অ্যালার্জি থাকলে নেওয়া যাবে না করোনার ভ্যাকসিন ভ্যাকসিন বেচে এক বছরে ৩২০০ কোটি ডলার আয় করবে ফাইজার-মডার্না ভারতে কৃষক আন্দোলন : ফেক নিউজের কবলে ওবামা-ট্রুডো সিরিয়ায় ভয়াবহ বোমা হামলায় নিহত ৬ SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: ৬ লাখের বেশি প্রাণহানিকরোনার থাবায়বিশ্বজুড়ে