করোনার থাবায় বিশ্বজুড়ে ৬ লাখের বেশি প্রাণহানি

প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২০

নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনা ভাইরাসে বিশ্বব্যাপী মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৪ হাজার ৯১৭ জন। বাংলাদেশ সময় রোববার সকাল পৌনে ১০টায় আন্তর্জাতিক জড়িপ সংস্থা ওয়ার্ডওমিটারের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

ওয়ার্ডওমিটারের তথ্য অনুযায়ী, করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ কোটি ৪৪ লাখ ২৫ হাজার ৮৬৫ জন। ইতিমধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৮৬ লাখ ১২ হাজার ১৯৪ জন।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর থেকেই তা সারাবিশ্বে ছড়িয়ে পড়ে। এরই মধ্যে বিশ্বের অন্তত ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই মহামারি।

এতে ভুক্তভোগী দেশগুলোর মধ্যে সবার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এই একটি দেশেই আক্রান্ত হয়েছেন অন্তত ৩৮ লাখ ৩৩ হাজার ২৭১ জন। আর মারা গেছেন ১ লাখ ৪২ হাজার ১৭৭ জন। এছাড়া, ব্রাজিলে ২০ লাখ এবং ভারতে ১০ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।