মহামারী নিয়ন্ত্রণে সহায়তা চেয়ে করোনা পরীক্ষার আহ্বান

প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২০

অনলাইন ডেস্ক : করোনা শনাক্তে পরীক্ষায় ফী ধার্য করার পর অতি প্রয়োজনীয় এই পরীক্ষার প্রতি জনমনে অনীহা তৈরী হয়েছে। এ পর্যায়ে মহামারী নিয়ন্ত্রণে সহায়তা করতে জনসাধারণের প্রতি নমুনা পরীক্ষায় সহায়তা করার জন্য আহ্বান জানানো হয়েছে।

সরকারের পক্ষ থেকে দেশের করোনা পরিস্থিতি সম্পর্কে জানাতে নিয়মিত বুলেটিন উপস্থাপনের সময় রোববার এ আহ্বান জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি এ সময় করোনা সংক্রমণের হার বৃদ্ধির পরিসংখ্যান তুলে ধরতে গিয়ে বলেন, ‘করোনা নিয়ে আতঙ্কিত না হয়ে সবাই শনাক্ত করতে এবং নমুনা পরীক্ষায় সহায়তা করুন। নমুনা সংগ্রহের বুথে বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নমুনা দিতে পারেন। যারা বুথে যেতে পারবেন না তাদের জন্য রাজধানীতে বাসায় গিয়ে নমুনা সংগ্রহের বিশেষ ব্যবস্থা আছে। তাই সবার প্রতি অনুরোধ, আপনারা কোনও রকম আতঙ্কিত না হয়ে পরীক্ষা করার জন্য নমুনা দিন। শনাক্ত করতে সহায়তা করুন। এই মহামারিকে নিয়ন্ত্রণ করতে সহায়তা করুন।’

প্রসঙ্গত, মাত্র কয়েকদিন আগে করোনা শনাক্ত করতে নমুনা পরীক্ষার জন্য সরকারি ভাবেই ফী ধার্য করা হয়েছে। সরকারি পরীক্ষা কেন্দ্রে নমুনা পরীক্ষার এই ফী নমুনা প্রতি ২০০ টাকা নির্ধারণ করা হলেও করোনা উপসর্গে সন্ত্রস্থ যে কোন পরিবারের জন্য যা বাড়তি চাপের কারণ হয়ে দেখা দিয়েছে।

সংক্রমণের বিষয়ে নিশ্চিত হয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের জন্য পরিবারের সবার নমুনা সংগ্রহ ও পরীক্ষা করতে হয়। এ বাবদে আর্থিক ব্যয়ের প্রশ্ন জড়িত থাকায় অনেকেই পরীক্ষা থেকে বিরত থাকছেন। ফলে দেশে করোনা সংক্রমণ ক্রমেই বাড়ছে। এমন এক পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তর এই আহ্বান জানালো।