কমপক্ষে ৭৩ জঙ্গিকে হত্যা করল মিসরের সেনাবাহিনী

প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২০

আন্তর্জাতিক ডেস্কঃমিসরের সিনাইয়ে পরিচালিত সামরিক অভিযানে কমপক্ষে ৭৩ জঙ্গিকে হত্যা করা হয়েছে বলে দাবি করছে দেশটির সেনাবাহিনী।

সে দেশের সেনাবাহিনী রোববার (৩০ আগস্ট) জানিয়েছে, গত ২২ জুলাই থেকে ৩০ আগস্ট এ অভিযান চালানো হয়। অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর সাত সদস্যও হতাহত হন।


সেনা বিবৃতিতে বলা হয়েছে, ২২ জুলাই থেকে ৩০ আগস্ট ‘সন্ত্রাসীদের ঘরবাড়ি’ লক্ষ্য করে এই অভিযান চালানো হয়। এতে উত্তর সিনাইয়ে ৭৩ জিহাদি নিহত হয়।’ এছাড়া আরো চার ‘তাকফিরি’ হত্যার কথা জানিয়েছে তারা। তবে এর বিস্তারিত ব্যাখ্যা হাজির করা হয়নি।

মিসরের নিরাপত্তা কর্মকর্তারা জিহাদিদের বোঝাতে ‘তাকফিরি’ পরিভাষা ব্যবহার করে থাকে।

সূত্র: এএফপি