লক্ষ্মীপুরে সাংবাদিকসহ ২১ জন করোনায় আক্রান্ত

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২০

অনলাইন ডেস্ক ; লক্ষ্মীপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে ২১ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। সোমবার সকালে সিভিল সার্জন আবদুল গফফার সাংবাদিকদের এ তথ্য জানান।

নতুন আক্রান্তদের মধ্যে দু’জন সাংবাদিক রয়েছেন। তাদের একজন সুমন দাস, তিনি একটি নিউজ পোর্টালের জেলা প্রতিনিধি অপর একজন বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের প্রতিনিধি।

এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮৯ জন। এর মধ্যে সদর উপজেলায় ৫৮৬ জন, রামগঞ্জে ১৬৫ জন, রামগতিতে ৬৮ জন, কমলনগরে ১৫১ জন ও রায়পুর উপজেলায় ৯৮ জন। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট মারা যায় ২২ জন।