পাটুরিয়ায় পণ্যবাহী ট্রাকের চাপ

প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২০

অনলাইন ডেস্ক : পদ্মা ও যমুনা নদীতে পানি বৃদ্ধির ফলে ব্যাহত হচ্ছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল। তীব্র স্রোতে ফেরি চলাচলে দ্বিগুণ সময় লাগায় পাটুরিয়ায় বাড়ছে যানবাহনের চাপ।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, ফেরি চলাচলে স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ সময় লাগছে। যে কারণে ঘাটে যানবাহনের চাপ বৃদ্ধি পাচ্ছে। তবে, যাত্রীবাহী বাস চলাচল স্বাভাবিক রয়েছে। ঘাটে ৪ শতাধিক পণ্যবাহী ট্রাক পাড়ের অপেক্ষায় রয়েছে।

তিনি আরো জানান, ফেরি বহরের ১৭টি ফেরির মধ্যে মোট ১৩টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। এর মধ্যে রোরো (বড়) ফেরি ৭টি, ইউটিলিটি (মাঝারি) ৫টি ও একটি ছোট ফেরি রয়েছে।