মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু নিহত

প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২০

নিজস্ব প্রতিবেদক : মাদারীপুরের রাজৈরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু নিহত হয়েছে। বুধবার আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে রাজৈর-দুর্গাবর্দ্দী বাইপাশ সড়কের দুর্গাবর্দ্দী নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো, সদর উপজেলার হাউসদি গ্রামের সওকত শেখের ছেলে ও চলতি বছর এসএসসি পাশ করা
সাফিন শেখ (১৬) এবং রাজৈর উপজেলার বদরপাশা গ্রামের খলিলুর রহমানের ছেলে ও রাজৈর ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী সাফায়েত হোসেন রনি (১৮)।

প্রত্যক্ষদশীদের বরাত দিয়ে রাজৈর থানার ওসি শেখ সাদী জানান, বিকেলে কয়েক বন্ধু মোটরসাইকেলযোগে রাজৈর থেকে দুর্গাবর্দ্দী এলাকায় ঘুরতে যায়। অনুমান সন্ধ্যা ৭টায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি কুকুরকে চাপা দিয়ে রাস্তার ওপর পড়ে যায়। এতে সাফিন ও সাফায়েত হোসেন রনি গুরুতর আহত হয়। মুমূর্ষু অবস্থায় তাদের দু’জনকে উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য দু’জনকে ফরিদপুর নেওয়ার পথে সাফিন শেখ ও পরে ফরিদপুর নেওয়ার পর রাত সাড়ে ৮টার দিকে সাফায়েত মারা যায়।