বিপদসীমার উপরে তিস্তার পানি, নিম্নাঞ্চল প্লাবিত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, জুন ২৬, ২০২০ অনলাইন ডেস্ক : আবারও বেড়েছে তিস্তা নদীর পানি। লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ব্যারেজ পয়েন্টে তিস্তার পানি শুক্রবার সকাল ৯টা থেকে বিপদসীমার ১৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে, ধরলা নদীর পানি লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট পয়েন্টে বিপদসীমা ছুঁইছুঁই করছে। অবিরাম বর্ষণ আর উজানে ভারত থেকে পাহাড়ি ঢলের পানিতে জেলার প্রধান দুই নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী আব্দুর কাদের। তিস্তা ও ধরলা নদীর পানি বেড়ে যাওয়ায় তলিয়ে গেছে অনেক চরাঞ্চল। নদী তীরবর্তী এলাকার বাড়িঘরে ঢুকে পড়েছে নদীর পানি। পানির নিচে তলিয়ে গেছে আমন ধানের বীজতলাসহ বিভিন্ন সবজি ক্ষেত। অবিরাম বৃষ্টিপাত আর উজানের পানি আসা অব্যাহত থাকলে তিস্তা ও ধরলা নদীর পানিতে দেখা দিতে পারে বন্যা পরিস্তিতি এমন আশংকাই করছেন নদীপাড়ের মানুষজন। নদীর পানি বেড়ে যাওয়ায় তিস্তা পাড়ের অনেক মানুষ গবাদিপশু ও প্রয়োজনীয় আসবাবপত্র নিয়ে নিরাপদ স্থানে চলে এসেছেন। এসব এলাকায় নলকূপ ও রান্নার চুলা পানিতে তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা। Share this:FacebookX Related posts: কমতে শুরু করেছে তিস্তার পানি তিস্তার পানি আবারও বিপদসীমার উপরে ব্রহ্মপুত্র, তিস্তাসহ অন্যান্য নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত, নিম্নাঞ্চল প্লাবিত ভৈরবে ৯১ প্রাথমিকে উড়ল নতুন পতাকা ৬ ঘন্টা পড়ে ছিল লাশ, কেউ এগিয়ে আসেনি গরমে তাল শাঁসের কদর বেড়েছে গোপালগঞ্জে করোনায় আরও ২ চিকিৎসকের মৃত্যু নাগরপুর সদর বাজারে অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা, জনদুর্ভোগ চরমে বকশিবাজারে ছুরিকাঘাতে কিশোর নিহত সাভারে ভুয়া ম্যাজিস্ট্রেট গ্রেফতার আশুলিয়ায় চুরি যাওয়া শিশু জামালপুরে উদ্ধার ঘাটাইলে সরকারি কর্মকর্তা কর্মচারিদের প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত SHARES Matched Content ঢাকা বিভাগ বিষয়: তিস্তার পানিনিম্নাঞ্চল প্লাবিতবিপদসীমার উপরে