কবিরাজের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, জুন ১৫, ২০২০

অনলাইন ডেস্ক : লক্ষ্মীপুরের কমলনগরে এক কবিরাজের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার হাজিরহাট ইউনিয়নের উত্তর চরজাঙ্গালীয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত মিল্লাত আলী রানার (৬০) বাড়ি নারায়ণগঞ্জ জেলায়। উত্তর চর জাঙ্গালীয়া এলাকায় বিয়ে করে ঘর জামাই থেকে তিনি এলাকায় কবিরাজি চিকিৎসা করতেন।

পুলিশ জানায়, সোমবার ভোরে ফজরের নামাজ পড়ার জন্য রানা ঘর থেকে বের হন। কিন্তু দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকেন। একপর্যায়ে স্থানীয় একটি পরিত্যক্ত বাড়ির বাগানে আম গাছের সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পান। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ নুরুল আবছার জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।