বিজিবি’র গুলিতে মাদক ব্যবসায়ী আহত: ফেন্সিডিল ও হাসুয়া উদ্ধার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, জুন ৯, ২০২০ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: বেনাপোলের দৌলতপুর সীমান্ত দিয়ে ভারত থেকে ফেন্সিডিল পাচার করে আনার সময় বিজিবি সদস্যের গুলিতে রহমত আলী (২৬) নামে এক মাদক ব্যবসায়ী আহত হয়েছে।ঘঁনাস্থল থেকে ৯৭ বোতল ভারতীয় ফেন্সিডিল ও হাসুয়া উদ্ধার করে বিজিবি। সে বিজিবি’র হেফাজতে যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সোমবার (০৮ জুন) রাতে দৌলতপুর বালুর মাঠ এলাকায় ঘটনাটি ঘটে। মোঃ রহমত আলী বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে। ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মনজুর-ই-এলাহী আমাদের প্রতিনিধি মোঃ রাসেল ইসলামকে জানান, সোমবার গভীর রাতে একদল চোরাকারবারী ভারত থেকে ফেন্সিডিল নিয়ে দৌলতপুর সীমান্তের বালুর মাঠ দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবি‘র একটি টহলদল সেখানে অভিযান চালালে চোরাচালানীরা বিজিবি টহলদলের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। বিজিবি আত্মরক্ষার্থে তাদের উপর ৩ রাউন্ড গুলি চালায়। এসময় মাদক ব্যবসায়ী রহমতের ডান পায়ে গুলি লাগে। বিজিবি তাকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গত ২১ জানুয়ারি ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ বিজিবি‘র হাতে আটক হয়েছিল মাদক ব্যবসায়ী রহমত আলী। সেই মামলাও চলমান রয়েছে বলে জানায় বিজিবি। এ ব্যাপারে পোর্ট থানায় একটি মামলা হয়েছে। Share this:FacebookX Related posts: যশোরের বেনাপোলে ১০টি স্বর্ণের বারসহ আটক-১ বেনাপোলে ৩০ পিস স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক নড়াইলে আটক ৫ জুয়াড়িকে বিভিন্ন মেয়াদে সাজা মাগুরায় বন্দুকযুদ্ধে দুই ডাকাত সর্দার নিহত বেনাপোলে অস্ত্র, ম্যাগজিন ও ৭ রাউন্ড গুলিসহ আটক-১ বিরামপুরে পুলিশের জালে ধরা খেল মাদক ব্যাবসায়ী সুমন বেনাপোলে পুলিশের অভিযান ফেন্সিডিল সহ মাদকবহনকারী গ্রেফতার বেনাপোলে দুই মাদক বহনকারী গ্রেফতার বেনাপোলে ভারতীয় ফেন্সিডিল ও মোটরসাইকেল সহ দুই মাদক ব্যবসায়ী আটক চুয়াডাঙ্গার হাতিকাটায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বেনাপোলে র্যাবের অভিযানে গাঁজাসহ গ্রেফতার-১ যশোরের শার্শায় মাছের ঘেরে র্যাবের অভিযান গাঁজাসহ গ্রেফতার-১ SHARES Matched Content অপরাধ বিষয়: ফেন্সিডিল ও হাসুয়া উদ্ধারবিজিবি’র গুলিতেমাদক ব্যবসায়ী আহত