গৌরীপুরে ভাষা সৈনিক ডাঃ এম এ সোবহানের মৃত্যুবার্ষিকী পালিত দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, জুন ৩, ২০২০ গৌরীপুরে ভাষা সৈনিক ডাঃ এম এ সোবহানের মৃত্যুবার্ষিকী পালিত কমল সরকার’গৌরীপুর ; বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর, ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডাঃ এম এ সোবহানের ৯ম মৃত্যুবার্ষিকী সামাজিক দুরত্ব বজায় রেখে উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বুধবার (৩ জুন) বাদ আছর স্থানীয় পাবলিক হলে স্মরণসভা ও দোয়া-মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ সোহেল রানার সঞ্চালনায় আয়োজিত স্মরণসভায় মরহুমের স্মৃতিচারণ করেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল কালাম মুহম্মদ আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সত্যেন্দ্র দাস, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক বিআরডিবি’র চেয়ারম্যান মরহুমের নাতি মাসুদুর রহমান শুভ্র। স্মরণসভা শেষে দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ মসজিদের ইমাম মাওলানা আতাহার আলী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক রৌশন সারোয়ার সজির, গৌরীপুর সরকারি কলেজের সাবেক ভিপি আবুল কালাম, পৌর কাউন্সিলর মোঃ আব্দুল কাদির, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, মরহুমের ছেলে আশিকুর রহমান বাচ্চু, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক আহসান উল্লাহ, বিল্লাল মিয়া, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি উত্তম সরকারসহ আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। অপরদিকে ডাঃ এম এম সোবহানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বাদ যোহর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পৃথকভাবে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম, সাবেক ডেপুটি কমান্ডার মোঃ নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, নুরুল আমিন, গিয়াস উদ্দিন, আব্দুল কদ্দুছ, মঞ্জুরুল হক, আব্দুল কাদির, প্রদীপ বিশ্বাস, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড পৌর শাখার সভাপতি মশিউর রহমান কাউসার, এ সংগঠনের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, সদস্য শাহীন, রুবেল মিয়া প্রমুখ। Share this:FacebookX Related posts: গৌরীপুরে মুজিববর্ষ উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা গৌরীপুরে করোনা ভাইরাসে করণীয় শীর্ষক প্রচারপত্র বিতরণ ও সমাবেশ গৌরীপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ে কেক কাটা অনুষ্ঠান গৌরীপুরে টিসিবি’র পণ্য বিক্রয় শুরু মানুষের উপচে পড়া ভীড় গৌরীপুরে শ্বাসকষ্টে একজনের মৃত্যু অপরজনও শ্বাসকষ্টে আক্রান্ত! গৌরীপুরে ২ হাজার হতদরিদ্রের বাড়িতে খাবার পৌঁছে দিবে এমপি নাজিম গৌরীপুরে বিশিষ্ট ব্যবসায়ীর মাতার পরলোকগমন গৌরীপুরের ভাষা সৈনিক ডাঃ এম এ সোবাহান এর ৯ম মৃত্যুবার্ষিকী বুধবার গৌরীপুরে লকডাউন সিথিল হলেও পুলিশ কঠোর অবস্থানে গৌরীপুরে এলজিএসপির টাকায় স্কুলের নতুন ভবন গৌরীপুরে পৌর মেয়রের উদ্যোগে সোলার স্ট্রীট লাইট স্থাপন গৌরীপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত SHARES Matched Content দেশের খবর বিষয়: গৌরীপুরেডাঃ এম এ সোবহানেরভাষা সৈনিকমৃত্যুবার্ষিকী পালিত