পঞ্চগড়ে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে পুলিশ

প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, মে ২৩, ২০২০

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি : করোনা সংক্রমণ পরিস্থিতিতে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া, দেবীগঞ্জ, বোদা, আটোয়ারী ও সদর থানা এলাকায় ভ্যান, রিক্সা, ইজিবাইক, সিএনজি চালক এবং মোটর পরিবহন শ্রমিকদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে পঞ্চগড় জেলা পুলিশ। ২৩ মে (শনিবার) সকালে পুলিশ সুপার, পঞ্চগড় জগদল বাজারে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ শুরু করেন।

একই সময়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)(পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোহাম্মদ নাঈমুল হাছান পুলিশ লাইন্সের সামনে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব সুদর্শন কুমার রায় জালাসি এলাকায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব মোঃ আলমগীর রহমান ধাক্কামারা এলাকায় চলাচলকারী ভ্যান, রিক্সা, ইজিবাইক চালকদের মাঝে এই ঈদ উপহার বিতরণ করেন।

একি সাথে পঞ্চগড় পুলিশ সুপারের নির্দেশ আজ ২৩ মে দেবীগঞ্জ, বোদা, আটোয়ারী, তেঁতুলিয়া ও সদর থানার অফিসার ইনচার্জগণ প্রত‌্যেক থানা এলাকায় ভ্যান, রিক্সা, সিএনজি চালকদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।

পঞ্চগড় জেলার বিভিন্ন এলাকায় ৬০০ জন ভ্যান, রিক্সা, ইজিবাইক, সিএনজি চালক এবং মোটর পরিবহন শ্রমিকদের মাঝে ঈদের খাদ্য সামগ্রী চাল, ডাল, সয়াবিন তেল, সেমাই, চিনি বিতরণ করা হয়।