মহাসড়কের পাশে পড়ে ছিলো অজ্ঞাত ব্যক্তির লাশ

প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, মে ১১, ২০২০

অনলাইন ডেস্ক : বগুড়ার নন্দীগ্রামে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের বিজয় ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, মহাসড়কের পার্শ্বে খালে শার্ট ও লুঙ্গি পড়া ৪২ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের মাথা ও বাম পায়ে আঘাতের চিহ্ন আছে। ডান হাত ভাঙ্গা রয়েছে। মরদেহ উদ্ধারের সময় এলাকার শত শত নারী পুরুষ দেখলেও কেউ তাকে চিনতে পারেনি।

পুলিশের ধারণা, রাতের যেকোন সময় সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার পর যানবাহনের শ্রমিকরা মরদেহ খালে ফেলে রাখতে পারে।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শওকত কবীর বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় ওই ব্যক্তির মৃত্যু হতে পারে। নিহতের পরিচয় পাওয়া গেলে আরও নিশ্চিত হওয়া যাবে।