কিশোরগঞ্জে ৩৫ হাজার পরিবারকে মানবিক খাদ্য সহায়তা

প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২০

অনলাইন ডেস্ক : করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় মানবিক সহায়তা হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জেলায় নিম্ন আয়ের লোকজনের মাঝে প্যাকেজ হিসেবে প্রতি পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ৫ কেজি আলু বিতরণের কর্মসূচী গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই পূর্বের বরাদ্দকৃত ১০ হাজার পরিবারের মধ্যে মানবিক খাদ্য সহায়তা প্রদান শেষ হওয়ায় নতুন করে আরও ৩৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।

জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ মোকাররম হোসেন জানান, কিশোরগঞ্জ সদর উপজেলায় ৪৯ মেট্রিক টন, হোসেনপুরে ২২ মেট্রিক টন, পাকুন্দিয়ায় ৩০ মেট্রিক টন, কটিয়াদীতে ৩৮ মেট্রিক টন, করিমগঞ্জে ৩৫ মেট্রিক টন, তাড়াইলে ১৯ মেট্রিক টন, ইটনায় ২০ মেট্রিক টন, মিঠামইনে ১৫ মেট্রিক টন, অষ্টগ্রামে ১৮ মেট্রিক টন, নিকলীতে ১৭ মেট্রিক টন, বাজিতপুরে ৩০ মেট্রিক টন, ভৈরবে ৩৫ মেট্রিক টন, কুলিয়ারচরে ২২ মেট্রিক টন মোট ৩৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।

তাছাড়া নগদ ১৪ লাখ টাকা ২ কেজি ডাল, ৫ কেজি আলু ক্রয়ের জন্য বরাদ্দ দেয়া হয়েছে। যা দিয়ে ৩৫ হাজার পরিবার উপকারভোগী হবে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে জেলা প্রশাসনের অনুকূলে ইতিপূর্বে ১০০ মেট্রিক টন চাল ও ১০ লাখ টাকা প্রদান করা হয়।

উক্ত বরাদ্দকৃত চাল ও টাকা থেকে উপজেলা ভিত্তিক এ বরাদ্দ দেয়া হয়েছে। এতে করে নিম্ন আয়ের লোকজন বেকার হয়ে পড়ায় তাদেরকে এই মানবিক সহায়তা দেয়া হচ্ছে।