গফরগাঁয়ের আরো দুইজন করোণায় আক্রান্ত

প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২০

অনলাইন ডেস্ক : ময়মনসিংহের গফরগাঁওয়ে আরো দুইজনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এনিয়ে তিনজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে দুজন মহিলা ও একজন পুরুষ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার মাইনুদ্দিন খান মানিক এই তথ্য নিশ্চিত করেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সোমবার গফরগাঁওয়ের ৭ জনের নমুনা পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে পাঠানো হয়।মঙ্গলবার বিকেলে দুইজনের নমুনায় করোনা পজেটিভ শনাক্ত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মাইনুদ্দিন খান মানিক বলেন, পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসায় রোগী পরিবারসহ ওই পরিবারের সংস্পর্শে আসা পরিবার সকলের জন্য সরকার নির্দেশিত সকল ব্যবস্থা করা হচ্ছে।