মুকসুদপুরে খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২০

অনলাইন ডেস্ক : গোপালগঞ্জের মুকসুদপুরে এক হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে অগ্রণী ব্যাংকের পরিচালক খন্দকার মঞ্জুরুল হক লাবলুর উদ্যোগে এগুলো বিতরণ করা হয়।
উপজেলার কমলাপুর গ্রামে এসব অসহায় পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন উপজেলা চেয়ারম্যান কাবির মিয়া ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক দুলাল সিকদার।

খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো, চাল, ডাল, তেল, লবন, আলু, পেঁয়াজ ও সাবান।

এ সময় বঙ্গবন্ধু পরিষদ এলজিইডির কেন্দ্রীয় কমিটির নেতা আবুল কাশেম মুন্সি ও অগ্রণী ব্যাংকের বনগ্রাম শাখা ম্যানেজার সঞ্জয় বাইন উপস্থিত ছিলেন।