পঞ্চগড়ে হোম কোয়ারেন্টিনে থাকা সন্দেহ ভাজন রোগীকে ত্রাণ সামগ্রী প্রদন

প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২০

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধ ও এর প্রাদুর্ভাব জনিত যেকোন জরুরী পরিস্থিতি মোকাবিলার প্রয়োজনীয় সহযোগীতা প্রদানের লক্ষ্যে সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণের উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান অনুরোধ জানান।

করোনা ভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলা সংক্রান্ত কার্যক্রম সমুহ যথাযথ বাস্তবায়ন, সমন্বয় ও নিবিড় তদারকির মাধ্যমে এ কার্যক্রম সফল করা জন্য ২৫ মার্চ (বুধবার) বিকাল ৪.০০ টায় উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও থানা প্রশাসন সহ উপজেলা প্রশাসক ভবন হলরুমে এক জরুরী বৈঠক হয়।

দেবীগঞ্জ উপজেলায় হোম কোয়ারেন্টিন থাকা ৮৯ জন কে ১০ কেজি চাউল, কেজি আলু, ২ কেজি আলু ও ১টি হ্যান্ড ওয়াস সাবান পৌছে দেওয়ার জন্য সকল আয়োজন করা হয়েছে। হোম কোয়ারেন্টিনে থাকা সকলেই দেবীগঞ্জ এর বাহিরে বাংলাদেশের বিভিন্ন জেলা ও ফরেন কান্ট্রি সৌদী আরব, জাপান, ফ্রান্স, ইটালি, চিন, কানাডা ও বিভিন্ন দেশ হইতে আগত। অনেকেই নিজে নিজেই হোম কোয়ারেন্টিনে অবস্থান করছেন। এ পর্যন্ত দেবীগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে মর্মে প্রকাশ পায় নাই। দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান করোনা সংক্রামন প্রতিরোধে সর্বত্মক ভাবে সচেতন ও নিয়ন্ত্রনে বদ্ধপরিকর। প্রধান মন্ত্রীর নির্দেশ ক্রমে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয় সম্ভাব্য করোনা ভাইরাস সংক্রামক সন্দেহভাজন ব্যাক্তিকে হোম কোয়ারেন্টিনে থাকা কালীন উপরোক্ত ত্রাণ সামগ্রী প্রদানের ব্যবস্থা নেন।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রোকুনুজ্জামান সার্বক্ষনিকভাবে যথা সময়ে ত্রাণ সামগ্রী পৌছে দেওয়ার আয়োজন করেন।