করোনার চিকিৎসায় রাশিয়ার ৬ ওষুধ আবিষ্কার, চলছে পরীক্ষা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২০ আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস নিয়ে বিশ্বব্যাপী আতঙ্কের মাত্রা এখন তুঙ্গে। বিভিন্ন দেশের সরকার প্রধানরা রীতিমতো হিমশিম খাচ্ছেন এ ভাইরাসের সংক্রমণ মোকাবিলায়। আর উন্নত দেশের ডাক্তার গবেষকরা কাজ করে যাচ্ছেন এ ভাইরাসের ভ্যাকসিন তথা প্রতিষেধক তৈরিতে। চীন, আমেরিকা ও জাপানের ডাক্তাররা এ ভাইরাসের ভ্যাকসিন তৈরিতে অনেকদূর এগিয়েছেনও। আর করোনার ভ্যাকসিন তৈরিতে এবার কাজ করে যাচ্ছে রাশিয়া। রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন দাবি করেছেন, দেশটির ডাক্তাররা ভ্যাকসিন আবিষ্কারে কাজ চালিয়ে যাচ্ছে। করোনার প্রতিষেধক হিসেবে ছয়টি ওষুধ আবিষ্কার করেছে তারা। এখন এসব ওষুধের ওপর পরীক্ষা করা হচ্ছে। তিনি বলেন, ‘দেশের গবেষকরা এগুলো খুব অল্প সময়ের মধ্যে আবিষ্কার করেছে। এক্ষেত্রে আধুনিক বায়োটেকনোলজি ব্যবহার করা হয়েছে।’ নিকট ভবিষ্যতে এ ভ্যাকসিন করোনাভাইরাস নিরাময়ে কাজ করবে বলেও তিন আশা প্রকাশ করেন। উল্লেখ্য, প্রাণঘাতী করোনাভাইরাসে এখন পর্যন্ত রাশিয়ায় ২৫৩ জন আক্রান্ত হয়েছে আর একজনের মৃত্যু হয়েছে। এদিকে, এ ভাইরাসে ২ লাখ ৭৬ হাজার ১০ জন আক্রান্ত হয়েছে। আর প্রাণহানি হয়েছে ১১ হাজার ৪০২ জনের। বাংলাদেশে এখন পর্যন্ত ২০ জন আক্রান্ত হয়েছে আর একজন মারা গেছে এ ভাইরাসে। Share this:FacebookX Related posts: বিয়ের দু’সপ্তাহ পর ইমাম জানলেন স্ত্রী ‘নারী’ নয় চীনে করোনাভাইরাসের বিস্তার কমে আসছে, বুধবারে মাত্র একজন আক্রান্ত করোনাভাইরাস এলো কোত্থেকে, ছড়ালো কিভাবে – যতসব ষড়যন্ত্র তত্ত্ব জনসম্মুখে অবশ্যই মাস্ক : বিশ্ব স্বাস্থ্য সংস্থা যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি কোভিড রোগী আছে ভারত, চীনে : ট্রাম্প যুক্তরাষ্ট্রে আক্রান্ত ছাড়ালো ২০ লাখ কমপক্ষে ৭৩ জঙ্গিকে হত্যা করল মিসরের সেনাবাহিনী করোনার উৎপত্তিস্থল উহানে চালু হলো শিক্ষা প্রতিষ্ঠান অ্যালার্জি থাকলে নেওয়া যাবে না করোনার ভ্যাকসিন ভ্যাকসিন বেচে এক বছরে ৩২০০ কোটি ডলার আয় করবে ফাইজার-মডার্না ভারতে কৃষক আন্দোলন : ফেক নিউজের কবলে ওবামা-ট্রুডো সিরিয়ায় ভয়াবহ বোমা হামলায় নিহত ৬ SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: করোনার চিকিৎসায়. রাশিয়ার .৬ ওষুধ আবিষ্কার. চলছে পরীক্ষা