করোনার উৎপত্তিস্থল উহানে চালু হলো শিক্ষা প্রতিষ্ঠান দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২০ অনলাইন ডেস্ক : করোনা মহামারির উৎপত্তিস্থল চীনের উহানে শিক্ষা প্রতিষ্ঠান চালু হয়েছে। মঙ্গলবার প্রায় ১৪ লাখ শিক্ষার্থীকে শিক্ষা প্রতিষ্ঠানে স্বাগত জানানো হয়। দীর্ঘদিন পর স্কুলে ফিরতে পেরে খুশি শিক্ষার্থীরা। স্কুল খুলে দেয়ায় আগের দল বেধে না ঢুকলেও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান প্রবেশ করছে শিশুরা। শহরটিতে মহামারি করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আসায় দীর্ঘ দিন পর খুলে দেয়া হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এতে আনন্দিত কোলমতি শিশুরা। এক ক্ষুদে শিক্ষার্থী জানায়, নতুন করে সব শুরু হচ্ছে। আমরা আবার একসঙ্গে হব। বিষয়টি ভাবতেই ভালো লাগছে। অনেক দিন পর বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে। আমি সত্যিই আনন্দিত। স্কুল চালু হলেও মানা হচ্ছে সর্বোচ্চ সতর্কতা। শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের পর পরই ভালো করে হাত ধুয়ে শ্রেণিকক্ষে প্রবেশ করতে হচ্ছে শিক্ষার্থীদের। ক্লাস শুরুর আগে প্রতিটি শ্রেণিকক্ষে ছিটানো হচ্ছে জীবাণুনাশক। ফুজিয়াপো স্কুলের প্রিন্সিপাল লু হং জানিয়েছেন, তারা ৫টি ধাপ মেনে স্কুল চালু করেছেন। শিক্ষক-কর্মচারীদের পাশাপাশি শিক্ষার্থীদের সেগুলো অনুসরণ করতে বলা হয়েছে। আশা করা হচ্ছে সবাই নিয়ম মেনে চলবে। এক প্রতিবেদনে জানা যায়, মঙ্গলবার উহানে প্রায় ৩ হাজার স্কুল খুলে দেয়া হয়েছে। চলতি মাসে ধারাবাহিক ভাবে উহানের বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেয়া হবে। এদিন উহান ছাড়াও চীনের বিভিন্ন শহরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছে। গত বছরের ডিসেম্বরে উহানেই প্রথমবারের করোনার সংক্রমণ দেখা দেয়। এরপর ধীরে ধীরে এ ভাইরাস বিশ্বের প্রতিটি দেশে ছড়িয়ে পড়ে। Share this:FacebookX Related posts: আর্দ্রতা-তাপমাত্রা বাড়িয়ে করোনার বিস্তার কমানো সম্ভব : গবেষণা করোনার চিকিৎসায় বিনামূল্যে ‘অ্যাভিগান’ দেবে জাপান উহানে আর কোনও করোনা রোগী নেই : চীন করোনার ভ্যাকসিন তৈরি করবে ভারতও করোনার ১৪টি ভ্যাকসিন শনাক্ত করেছে হোয়াইট হাউস করোনার দ্বিতীয় ঢেউ ইউরোপে করোনার কালো থাবায় কন্যা শিশুরা দুর্গম এই দ্বীপরাষ্ট্রেও অবশেষে করোনার হানা করোনার উৎস ভারত-বাংলাদেশ, দাবি চীনা বিজ্ঞানীদের অ্যালার্জি থাকলে নেওয়া যাবে না করোনার ভ্যাকসিন করোনার নতুন ধরন নিয়ে বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার টিকাকরণ মহড়া ভারতে SHARES Matched Content আন্তর্জাতিক বিষয়: উৎপত্তিস্থলউহানেকরোনারচালু হলোশিক্ষা প্রতিষ্ঠান